মোবাইল ফোনে কোরআন পড়লে কি সওয়াব হবে?
নিয়মিত কোরআন তিলাওয়াতকারী ব্যক্তিকে রাসূল (সা:) এর হাদিসে আল্লাহর পরিজন বলা হয়েছে। হজরত আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, কিছু মানুষ আল্লাহর পরিজন। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল, তারা কারা? তিনি বলেন, কোরআন তেলাওয়াতকারীরা আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা।’ (ইবনে মাজাহ, হাদিস : ২১৫)
কোরআনের মূল কপি দেখে কোরআন তিলাওয়াত করা উত্তম এবং বিশেষ ফজিলতপূর্ণ। এর মাধ্যমে সরাসরি কোরআন স্পর্শ করা হয় এবং কোরআনের প্রতি এক ধরণের সম্মান প্রদর্শন করা হয়। এছাড়াও কোরআনের মুদ্রিত কপি থেকে পড়লে আয়াতের অর্থের দিকে বেশি মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি হয়।
আর সরাসরি কোরআন পড়ার সময় মানুষ অজু করে বসে। এতে কোরআনে প্রতি বিশেষ সম্মান জানানো হয়। তাই কোরআনের মূল কপি দেখে কোরআন তিলাওয়াত করা বেশি উত্তম।
আরও পড়ুনতবে কেউ যদি মোবাইল দেখে কোরআন পড়ে তবে এর মাধ্যমেও তিনি সওয়াব পাবেন। আলেমদের মতে, দৃশ্যত কাগজের মুসহাফ থেকে কোরআন পড়া আর স্ক্রিনে (মোবাইল বা কম্পিউটার) দেখে পড়ার সওয়াবে কোনো পার্থক্য নেই। কারণ উভয় ক্ষেত্রেই লিখিত কোরআনের দিকে তাকানো হয়।
দেখে দেখে তিলাওয়াতের বিশেষ ফজিলত ও সওয়াব রয়েছে। ইমাম নববি তার গ্রন্থ আল-মাজমুতে বলেন, মুখস্থ তিলাওয়াতের চেয়ে মুসহাফ দেখে তিলাওয়াত করা উত্তম। কারণ এতে তিলাওয়াতের সঙ্গে সঙ্গে মুসহাফের দিকে তাকানোর ইবাদতও যুক্ত হয়, যা আরেকটি স্বতন্ত্র ইবাদত।
মন্তব্য করুন









