পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে একটি বিয়ের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এদের মাঝে সদ্য বিবাহিত বর ও কণেও আছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিয়ষটি জানিয়েছে এপি।
সিনহুয়া নিউজ এজেন্সি স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে বলেছে, বিস্ফোরণের ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে এই ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে। ইসলামবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন জানান, একটি আবাসিক ভবনের ভেতরে বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
রেসকিউ কর্মকর্তাদের মতে, বিস্ফোরণে আশপাশের অন্তত চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানিয়েছে ইসলামাবাদ পুলিশ।
আরও পড়ুন
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








