ভিডিও রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০৩:০৭ দুপুর

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাবে ডাকসু : ভিপি সাদিক কায়েম

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাবে ডাকসু : ভিপি সাদিক কায়েম, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি : আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে দেশব্যাপী জনসচেতনতামূলক ক্যাম্পেইন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করা এবং গণতান্ত্রিক সংস্কারকে টেকসই করতে এই গণভোটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাকসু’র ভিপি সাদিক কায়েম।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং আসন্ন ও ভবিষ্যৎ নির্বাচনে এর প্রতিরোধ’ শীর্ষক এক বিশেষ সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিপি সাদিক কায়েম বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ও প্রাতিষ্ঠানিক শক্তি সুদৃঢ় করতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। এই লক্ষ্য সামনে রেখে ডাকসু সারা দেশে ধারাবাহিক ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কারের এই যাত্রাপথে কোনো দল যেন বাধা হয়ে না দাঁড়ায়। ইতিহাস সাক্ষ্য দেয়, যারা অতীতে সংস্কারের বিরোধিতা করেছে, তারা শেষ পর্যন্ত নিজেরাই নিপীড়নের শিকার হয়েছে। সাময়িক রাজনৈতিক স্বার্থে যেন সেই ভুলের পুনরাবৃত্তি না ঘটে।

ক্যাম্পাস রাজনীতি প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, বিশ্ববিদ্যালয়ে আর লেজুড়বৃত্তিক রাজনীতি, দখলদারিত্ব কিংবা ফ্যাসিবাদি আমলের সংস্কৃতি মেনে নেওয়া হবে না। শিক্ষক নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে যে মেধা ধ্বংসের চর্চা চলেছে, তা বন্ধ করতেই হবে। যারা ক্যাম্পাসে গণতন্ত্র, স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেবে, শিক্ষার্থীরা তাদের পাশেই থাকবে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, এই তিনটি নির্বাচনে তরুণ সমাজ কার্যত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দুঃখজনকভাবে কিছু শিক্ষক ও তথাকথিত বুদ্ধিজীবী এসব নির্বাচনকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালিয়েছেন। তবে জুলাই বিপ্লব প্রমাণ করেছে-দেশের পরিবর্তনের প্রধান শক্তি তরুণরাই।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ২০২৬ সালের নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হতে হবে। কোনো ধরনের কারচুপি, প্রভাব বিস্তার বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না। নির্বাচন কমিশন, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর প্রতি কঠোর বার্তা দিয়ে ডাকসুর ভিপি বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যাহত হলে দেশ আবার ভুল পথে হাঁটবে। সাময়িক লাভের আশায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা জাতির জন্য কখনোই কল্যাণ বয়ে আনবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাবে ডাকসু : ভিপি সাদিক কায়েম

লেস্টারকে এফএ কাপের চতুর্থ রাউন্ডে তুললেন অধিনায়ক হামজা

খুলনায় যুবককে গুলি করে হত্যা

প্রথম দল হিসেবে বিগ ব্যাশের প্লেঅফে রিশাদের হোবার্ট

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

জাপা ও এনডিএফ’র প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল