আরেকবার চেষ্টা করে দেখতে চাই-ফেসবুক পোস্টে মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, নতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েক শ ছাত্র ও নাগরিকদের সঙ্গে কথা হয়েছে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে একসময় আশাবাদী ছিলেন। যাদের সঙ্গেই কথা হয়েছে তাঁদের মধ্যে এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। কিন্তু, কথা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই।
শনিবার (১০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন, আরেকবার চেষ্টা করে দেখি।
আরও পড়ুননতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েক শ ছাত্র ও নাগরিকদের সঙ্গে কথা হয়েছে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে একসময় আশাবাদী ছিলেন। যাদের সঙ্গেই কথা হয়েছে তাঁদের মধ্যে এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। কিন্তু, কথা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







