ভিডিও শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৬, ০৯:২৪ রাত

ভালোবাসা দিবসে আসছে প্রতীকের নতুন গান

সঙ্গীতশিল্পী প্রতীক হাসান।

অভি মঈনুদ্দীনঃ বাবার আদর্শকেই বুকে লালন করে মিডিয়াতে একজন সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করে যাচ্ছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী প্রতীক হাসান। বিগত দেড় বছর যাবত স্ত্রী মৌসুমী ও একমাত্র কন্যা প্রীতকিা হাসানকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

কিছুদিন আগেই অষ্ট্রেলিয়ার সিডনী, মেলবোর্ন, পার্থ, এডিলেট ও ব্রিজবেনে ছোট ভাই এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম হাসানকে সঙ্গে নিয়ে স্টেজ শোতে গানে গানে মুগ্ধ করেছেন প্রতীক হাসান। 

আজ যুক্তরাষ্ট্রের একটি স্টেট এ সঙ্গীত পরিবেশন করেছেন। আগামী ১৭ জানুয়ােিতও ফ্লোরিডাতে স্টেজ শোতে গান গাইবেন তিনি। এক কথায় বলা যায় যুক্তরাষ্ট্রে একের পর এক স্টেজ শোতে সেখানকার বিশেষত প্রবাসী বাংলাদেশীদের গানে গানে মুগ্ধ করে যাচ্ছেন। এরইমধ্যে প্রতীক হাসান জানালেন নতুন দুটি গান তিনি তার শ্রোতা ভক্তদের উপহার দিতে যাচ্ছেন। দুটি গানের একটি প্রকাশ পাবে আগামী ভালোবাসা দিবসে। আরেকটি প্রকাশ পাবে আগামী রোজার ঈদে। দুটি গানেরই মিউজিক ভিডিওর শুটিং হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোরম লোকেশনে।

আরও পড়ুন

প্রতীক হাসান বলেন,‘ বেশকিছুদিন হলো নতুন গান প্রকাশ হচ্ছে না। সেই ভাবনা থেকেই মূলত আমার ভক্ত শ্রোতাদের জন্য আগামী ভালোবাসা দিবসে প্রকাশ করতে যাচ্ছি নতুন গান। এরপর আবার ঈদে। যুক্তরাষ্ট্রেরই একটি মেধাবী টিম আমার মিউজিক ভিডিও নির্মাণ করবে। যে মিউজিক ভিডিও নিয়ে আমি ভীষণ আশাবাদী। যেহেতু দুটি গানই আমার লেখা ও সুর করা, তাই আমার গানের কথা, সুর ও সঙ্গীতায়োজনের উপর গবেষনা করেই গান দুটির মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে। বলা যেতে পারে দুটি গানই হবে ২০২৬ সালের ধামাকা। বাকীটা আসলে শ্রোতা দর্শকের উপর নির্ভর করছে। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে এটা ভীষণ সত্যি প্রতি মুহুর্তেই দেশকে মিস করি, দেশের মানুষকে মিস করি। দেশের জীবন যাপনও মিসকরি। মিসকরি ইণ্ডাষ্ট্রিতে আমার প্রিয় প্রিয় মানুষদের। সবাই ভালো থাকুক এটাই চাই।’

প্রতীক হাসানের প্রকাশিত সর্বশেষ একক গান ছিলো। ‘প্রেমে দিওয়ানা’। নতুন দুটি গান মিউজিক ভিডিও’সহ প্রকাশ পাবে ‘প্রতীক হাসান’ ইউটিউব চ্যানেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালোবাসা দিবসে আসছে প্রতীকের নতুন গান

তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও তারেক রহমান চেয়ারম্যান হওয়ায় বগুড়ায় দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মানব পাচারকারী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে নিয়োগ পরীক্ষায় নকলের অভিযোগে আটক ১২