কী ফাঁস করলেন জাহ্নবী
বিনোদন ডেস্ক : পেশাজীবনে মধ্যগগনে আছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। কখনো মাসাবার নতুন পোশাক সম্ভারে, কখনো আবার নতুন ছবির শুটিং-এ ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সবমিলিয়ে ২৮ বছরের এ নায়িকা নিজের স্বাস্থ্য ও ত্বকের প্রতি বেশ যত্নশীল। নিজের সৌন্দর্যের রহস্য তিনি সম্প্রতি ফাঁস করেছেন।
একটি ভিডিওতে দেখা যায়, শরীরচর্চার আগে প্রোটিন স্মুদি পান করেন অভিনেত্রী। এরপর ত্বকের কিছুটা আলাদা যত্ন নিয়ে ব্যায়াম করতে গেলেন। পিটালিজ করে, ট্রেডমিলে দৌড়ে শরীরচর্চা শেষ করলেন। কেজন ডিপ দিয়ে হালুমি চিজ ভাজা খেয়ে ফের ত্বকচর্চায় মনোযোগ দেন অভিনেত্রী। প্রথমে ঘরোয়া ফেসপ্যাক লাগিয়ে কিছু সময় অপেক্ষা করার পর বরফ জলে মুখ ডুবিয়ে ত্বক উজ্জ্বল ও টানটান করে নেন। মালাইভরা দই, মধু, কলা ভালো করে মিশিয়ে নিয়ে সেই প্যাক মুখে লাগান। আলাদা করে কমলালেবু থেকে রস বের করে সেটি মুখে লাগিয়ে নেন। মাস্কটি ধুয়ে ফেলার পর চোখের নিচে আমন্ডের তেল লাগালেন। ভিডিওটি থেকে নেটিজেনরা ধারণা করে নেয় যে ব্যস্ততার মাঝেও অভিনেত্রী নিজের ত্বকের যত্ন নিতে ভোলেন না।
আরও পড়ুনসম্প্রতি জাহ্নবী অভিনীত ‘হোমবাউন্ড’ সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এবং এটি ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি ছিল। এ ছাড়া গত বছর তিনি সিদ্ধার্ত মালহোত্রার সঙ্গে ‘পরম সুন্দরী’ নামে একটি রোমান্টিক কমেডি সিনেমায় অভিনয় করেন এবং এটি দর্শক সমাজে ব্যাপক সাড়া ফেলেছিল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1768049830.jpg)
_medium_1768049677.jpg)




