ভিডিও শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৫ বিকাল

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগম (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে তার মৃত্যু হয়। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশুগাড়ি ইউনিয়নের আব্দুর রহিমের স্ত্রী।

তিনি জন্মগতভাবে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি দগ্ধ অবস্থায় হাজেরা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার ভোরে তিনি মারা যান।

জানা যায়, গত ৪ জানুয়ারি সকালে বাড়ির উঠানে বড়ই গাছের নিচে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন তিনি। এসময় পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে কোমর ও বুকের গুরুত্বপূর্ণ অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

রংপুর মেডেকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কানিজ ফাতেমা বলেন, শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যা দুই থেকে তিনগুণ বেড়ে যায়। শীত নিবারণে খোলা আগুন ব্যবহারে সতর্কতা অবলম্বনের পাশাপাশি গরম কাপড় পরিধান এবং পারিবারিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু

আজ বিটিভিতে শাম্মীর রচিত নাটক ‘ব্যাচেলর ডায়েরী’

বগুড়ার ধুনটে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যাকান্ডের মূলহোতা সেই নারী গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে ফুলকপি বিক্রি করে কৃষকের মুখে হাসি

দেশীয় জলজ গাছ কেটে ফেলায় হাওরে মাছের আবাস ধ্বংস হচ্ছে : ফরিদা আখতার

ঘুমের মধ্যে আপনার পায়ের মাংসপেশিতে টান লাগলে যা করবেন