ভিডিও শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৯:৫১ রাত

নওগাঁর ধামইরহাট সীমান্তে ১৪শ’ পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ চোরাকারবারি আাটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে ১৪শ’ পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ চোরাকারবারি আাটক। ছবি : দৈনিক করতোয়া

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ১৪শ’ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারি গোলাম রব্বানীকে(৩৩) আটক করেছে।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আজ শুক্রবার (৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ২৬৪ এর আনুমানিক পাঁচ কিলোমিটার অভ্যন্তরে ধামইরহাট বাজারের জনৈক রফিক এর চা দোকানের সামনে অভিযান চালায়।

আরও পড়ুন

অভিযানে ১ হাজার ৪শ’ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি বাইসাইকেল ও ১টি মোবাইলসহ মো. গোলাম রব্বানীকে আটক করা হয়। আটক গোলাম রব্বানী উপজেলার নেউটা গ্রামের মো. নুরুজ্জামান হোসেনের ছেলে। আটককৃত মালামালের সিজার মূল্য প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা। পরবর্তীতে বিজিবি বাদি হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর ধামইরহাট সীমান্তে ১৪শ’ পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ চোরাকারবারি আাটক

বগুড়ার ফুটপাতে বিক্রি হচ্ছে বিভিন্ন দেশের জাতীয় ফল

রংপুরের কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে পানি সরবরাহ না থাকায় ভোগান্তি

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম

সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজন করে আ’লীগ রাজনীতি করেছে : এটিএম আজহারুল ইসলাম

গণভোটে ‘না’ দেয়ার সুযোগ নেই: মির্জা ফখরুল