যে কারণে ইংরেজিতে কথা বলেন না মেসি
স্পোর্টস ডেস্ক : শুধু ফুটবল মাঠেই নয়, ক্রীড়াঙ্গনের বাইরেও লিওনেল মেসির জনপ্রিয়তা বিস্তৃত। আর্জেন্টাইন এই কিংবদন্তির নাম-ডাক নিয়ে নতুন করে বলার কিছু নেই। ফুটবলে নতুন মাত্রা যোগ করা আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ইউরোপ জয় করে এখন মার্কিন মুল্লুকেও দাপটের সঙ্গে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন।
দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য ফুটবলার, কোচ ও মানুষের সঙ্গে ভাব বিনিময় করতে হয়েছে মেসিকে। তবে ভাব প্রকাশের মাধ্যম হিসেবে তিনি বরাবরই বেছে নিয়েছেন স্প্যানিশ ভাষা। আন্তর্জাতিক অঙ্গনে বহুল ব্যবহৃত ইংরেজি ভাষা ব্যবহার করতে দেখা যায় না বললেই চলে ৩৮ বছর বয়সী এই ফুটবলারকে। অথচ তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো ইংরেজিতে বেশ স্বচ্ছন্দ হলেও ভাষা ব্যবহারের ক্ষেত্রে মেসির রয়েছে স্পষ্ট অনীহা।
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, স্পেনের বার্সেলোনায় বেড়ে ওঠা মেসি চাইলে কি ইংরেজি শিখতে পারতেন না? কিংবা কেন বিশ্বজুড়ে প্রচলিত এই ভাষা আয়ত্ত করাকে তিনি কখনো জরুরি মনে করেননি?
সম্প্রতি আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল লুজু টিভিকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন মেসি। সেখানে ফুটবল ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে কথা বলতে গিয়ে তিনি ব্যাখ্যা করেন, কেন স্প্যানিশ ছাড়া অন্য ভাষায় কথা বলা এড়িয়ে চলেন।
সাক্ষাৎকারে আলোচনার সূত্রপাত হয় একটি প্রমোশনাল ভিডিও নিয়ে। বার্সেলোনায় খেলার সময় নেইমার ও লুইস সুয়ারেজের সঙ্গে চাইনিজ নববর্ষ উপলক্ষে করা সেই ভিডিওতে নেইমার ও সুয়ারেজ চীনা ভাষায় শুভেচ্ছা জানালেও মেসি কথা বলেন স্প্যানিশে।
আরও পড়ুনএই প্রসঙ্গে মেসি জানান, ক্লাবের সঙ্গে আগে থেকেই তার একটি সমঝোতা ছিল যে তিনি বিনয়ের কারণে ভাষা পরিবর্তন করবেন না। তিনি আরও বলেন, ইংরেজিতে কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। মেসির ভাষায়, কথা বলার সময় তার অস্বস্তি লাগে এবং তিনি বিষয়টি পছন্দ করেন না। তাই সবকিছু স্প্যানিশেই করতে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, ইংরেজিতে বলতে পারলে মানুষ সাধারণত তাকে বুঝতে পারে।
এটি যে ইংরেজির প্রতি অনীহার ফল নয়, সেটিও স্পষ্ট করেছেন মেসি। তিনি জানান, ব্যক্তিগত পরিসরে তিনি ইংরেজিতে কথা বলেন। তবে প্রকাশ্য মঞ্চে নিজের স্বাচ্ছন্দ্য ও স্বকীয়তা বজায় রাখাকেই তিনি বেশি গুরুত্ব দেন।
ইউরোপীয় ফুটবলের দীর্ঘ অধ্যায় পেরিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের মতো ইংরেজিনির্ভর দেশে খেললেও ভাষা ব্যবহারের এই দৃষ্টিভঙ্গি বদলায়নি মেসির। অনেকের চোখে এটি তার সরলতা ও বিচক্ষণ ব্যক্তিত্বেরই প্রতিফলন, যা মাঠের বাইরেও তাকে আলাদা করে তুলে ধরে।
মন্তব্য করুন



_medium_1767887193.jpg)

_medium_1767879214.jpg)



