ঢাকাকে চতুর্থ হারের স্বাদ দিয়ে সিলেটের জয়
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলতি আসরে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ঢাকা ক্যাপিটালস। ১৮০ রানের লড়াকু পুঁজি সংগ্রহের পর নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স। এটি সিলেটের আট ম্যাচে চতুর্থ জয়, অন্যদিকে ছয় ম্যাচে ঢাকার এটি চতুর্থ হার।
বৃহস্পতিবার সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে সিলেট টাইটান্স।
সিলেটের ইনিংসের মোড় ঘুরিয়ে দেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। ১৮ ওভার শেষে দলটির সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৩৫ রান। ১৯তম ওভারে নাসির হোসেনের ওপর আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিন ছক্কা ও দুই চারে ২৮ রান আদায় করেন মঈন। মাত্র ৮ বলে ২৮ রানের এই ঝড়ো ইনিংসেই ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় সিলেট।
এ ছাড়া আরিফুল হক ৩৮, আজমতউল্লাহ ওমরজাই ৩৩ এবং পারভেজ ইমন ৩২ রান করেন।
ঢাকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জিয়াউর রহমান। তিনি ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। ইমাদ ওয়াসিম ও নাসির হোসেন একটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুনজয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকাকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার আব্দুল্লাহ আল মামুন ও রহমানুল্লাহ গুরবাজ। ১১ বলে ২৪ রান করে মামুন আউট হলে ভাঙে ৫৬ রানের উদ্বোধনী জুটি। গুরবাজ করেন সর্বোচ্চ ৫১ রান।
তিন নম্বরে নেমে নাসির হোসেন ৭ বলে মাত্র ৩ রান করে ফিরে যান। চার নম্বরে ব্যর্থ হন শামিম হোসেন, তিনি আউট হন এক রানে। এরপর সাইফ হাসান ও সাব্বির রহমানরা শুরু ভালো পেলেও প্রয়োজনীয় রান রেট ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬০ রানের বেশি তুলতে পারেনি ঢাকা ক্যাপিটালস।
সিলেটের বোলিংয়ে বড় ভূমিকা রাখেন সালমান ইরশাদ। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। মঈন আলি বল হাতেও কার্যকর ছিলেন, ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ২ উইকেট।
মন্তব্য করুন

_medium_1767887193.jpg)

_medium_1767879214.jpg)



_medium_1767891423.jpg)
_medium_1767889152.jpg)
_medium_1767888660.jpg)