ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৬ রাত

নোয়াখালী এক্সপ্রেসের হারের হেক্সা পূরণ

নোয়াখালী এক্সপ্রেসের হারের হেক্সা পূরণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়ে হেরেই চলেছে নোয়াখালী এক্সপ্রেস। দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে নবাগত দলটি। তাতেই হারের হেক্সা সম্পন্ন হয়েছে নোয়াখালীর।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রান করে নোয়াখালী। জবাবে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় রাজশাহীর।

রান তাড়া করতে নেমে রাজশাহীকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে মোহাম্মদ ওয়াসিম ও তানজিদ হাসান তামিম মিলে ৫ ওভারে করেন ৪৭ রান। ২১ রান করে আউট হন তানজিদ। পরের উইকেটে নেমে মাত্র ১ রান করতে পেরেছেন দলনেতা নাজমুল হোসেন শান্ত। আর মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২২ বলে ১৯ রান।

 

এদিকে ফিফটি তুলে নেন ওপেনার মোহাম্মদ ওয়াসিম। ৩৫ বলে ৬০ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার। এরপর ৯ রানে ইয়াসির রাব্বী ও ৮ রানে এসএম মেহেরব আউট হন। আর তানজিম হাসান সাকিবকে নিয়ে জয় নিশ্চিত করেন রায়ান বার্ল। ১৯ রানে বার্ল ও ১ রানে তানজিম অপরাজিত থাকেন।

আরও পড়ুন

এর আগে টস হেরে ব্যাট করতে নামে নোয়াখালী। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারালেও মাত্র ৪১ রান তোলে তারা। দলীয় ৫৭ রানে দীপুর বিদায়ে ওপেনিং জুটি ভাঙে। ২৮ বলে ৩০ রান করা এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন রিপন মণ্ডল। শান্ত’র বলে মেরে খেলতে গিয়ে পেছনে ক্যাচ দিয়েছেন মাজ সাদাকাত (১৩ বলে ৭)। এবারের বিপিএলে আগের দুই ম্যাচে ৬ ও ১ রানে আউট হওয়া সৌম্য তৃতীয় ম্যাচে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পেয়েছেন। ৪৩ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৫৯ রান করেন বাঁ-হাতি এই ব্যাটার।

মাঝে মোহাম্মদ নবি ২৬ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৫ রান এবং মাহিদুল ইসলাম অঙ্কন ৫ বলে ১০ রান করেছেন। অধিনায়কত্বের ভার কাঁধে নিয়ে হায়দার আলি ৬ বলে করেন ৩ রান। শেষদিকে কেবল ১ বল পেয়েছেন জাকের আলি অনিক। সবমিলিয়ে টেনেটুনে ১৫১ রান তুলেছে নোয়াখালী।

বিপরীতে রাজশাহীর পক্ষে ৪ ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। এ ছাড়া শান্ত, বিনুরা ফার্নান্দো এবং হাসান মুরাদ একটি করে উইকেট শিকার করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালী এক্সপ্রেসের হারের হেক্সা পূরণ

আমরা শিক্ষার্থীদের যে কমিটমেন্ট দিয়েছি তার চেয়ে পাঁচগুণ বেশি কাজ করবো: সাদিক কায়েম

শহীদ হাদির কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন জকসুর নবনির্বাচিত ভিপি

নরসিংদীতে অস্ত্র-গোলাবারুদসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাইপ ফেটে সড়কে ছড়িয়ে পড়ল ভোজ্যতেল

‘গানই আমার বেঁচে থাকার শক্তি’- বললেন সালমা