ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৯:৩০ রাত

‘গানই আমার বেঁচে থাকার শক্তি’- বললেন সালমা

সালমা

 বিনোদন ডেস্ক ঃ জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। গান নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে প্রায় প্রতিদিনই স্টেজ শোতে পারফর্ম করছেন তিনি। স্টেজের পাশাপাশি রেকর্ডিংয়েও ব্যস্ততা যাচ্ছে তার। এদিকে ক’দিন আগেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। সালমা আগেই জানিয়েছেন, তার প্রাক্তন স্বামী ছিলেন তার ভালোবাসার মানুষ। তাই তাকে কখনো ভোলা যাবে না।

এদিকে সালমার রয়েছে দুই কন্যা। এই দুই কন্যা ও গান নিয়েই এখন পুরোটা সময় ব্যস্ত থাকছেন এ গায়িকা। অন্য অনেকের চাইতে বর্তমানে সালমার গানের ব্যস্ততা বেশি। সেদিক থেকে গান ও কন্যাদের সময় দেয়ার পর তেমন একটা ফুরসত মিলছে না তার। জানুয়ারি জুড়েও সালমার শিডিউল বেশ শক্ত। কারণ প্রায় প্রতিদিনই শোয়ের প্রস্তাব আসছে। এরইমধ্যে কয়েকটি শো করেছেন। রমজান মাসের আগ পর্যন্ত তার এই ব্যস্ততাটা চলবে।

এদিকে বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে সালমা বলেন, একজন শিল্পীর মরণ তখন হবে যখন তার ভক্তকুল তাকে আর স্মরণ করবে না। বাকি জীবন শ্রোতা-দর্শকদের আপনাদের ভালোবাসা পেতে চাই। সত্যি বলতে কাজের মাঝেই বাঁচতে চাই।

আরও পড়ুন

সালমা আরও বলেন, গানের মাঝেই আমি সালমা হয়েছি। যত কঠিন সময়ই পার করি না কেন গানই আমার বেঁচে থাকার শক্তি। জীবনের বাকি সময় গান নিয়েই থাকতে চাই। আপাতত এর বাইরে কিছু নিয়ে ভাবছি না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গানই আমার বেঁচে থাকার শক্তি’- বললেন সালমা

রবির নির্দেশনায বাবুল, তানভীর, নাবিলা

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার

অবৈধ স্থাপনা ও অরক্ষিত রেললাইনে ঝুঁকিতে আ: হ: কলেজের ৩৫ হাজার শিক্ষার্থী

বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে সতর্ক সিদ্ধান্ত নিতে বললেন তামিম

সাফল্যের দুই দশকে এখনো শীর্ষে অপূর্ব