ঘানার পলাতক সাবেক অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ঘানার সাবেক অর্থমন্ত্রী কেন ওফোরি-আত্তা দেশ ছেড়ে পালিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েও রেহাই পেলেন না। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ ঘানার সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করেছে বলে বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগে নিজ দেশে যাকে খোঁজা হচ্ছে, ঘানার সেই সাবেক অর্থমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আটক করেছে বলে তার আইনজীবীরা জানিয়েছেন।
৬৬ বছর বয়সী কেন ওফোরি-আত্তা গত বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে তিনি প্রোস্টেট ক্যানসারের অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসা নিচ্ছিলেন।
বুধবার যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় গভীর রাতে কেন ওফোরি-আত্তার আইনজীবীরা বলেছেন, গত ফেব্রুয়ারিতে ঘানার কর্তৃপক্ষ সাবেক ওই অর্থমন্ত্রী পলাতক ঘোষণা করে এবং নভেম্বরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুর্নীতির অভিযোগ আনা হয়। এর পর যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তিনি।
এক বিবৃতিতে ওফোরির আইনজীবীরা বলেছেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) মঙ্গলবার ওফোরি-আত্তাকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রে তার বর্তমান অবস্থান করা নিয়ে আইনি প্রক্রিয়া সংশ্লিষ্ট বিষয়ে হেফাজতে নেওয়া হয়েছে তাকে।
আরও পড়ুনবিবৃতিতে বলা হয়, তার যুক্তরাষ্ট্রের আইনজীবী দল আইসিইর সঙ্গে যোগাযোগ রাখছে এবং আশা করছে বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে। একই সঙ্গে এতে জোর দিয়ে বলা হয়, ওফোরি-আত্তা অভিবাসন কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছেন।
আইসিইর অনলাইন তথ্য-উপাত্তে দেখা যায়, ওফোরি-আত্তাকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি স্থাপনায় রাখা হয়েছে।
ওফোরি-আত্তা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দোর সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বিতর্কিত কর সংস্কার কার্যক্রম এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনার নেতৃত্ব দেন।
সূত্র: এএফপি।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








