ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৩:০১ দুপুর

রুশ পতাকাবাহী ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র

রুশ পতাকাবাহী ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট ও রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ভেনিজুয়েলার জলসীমায় অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মেরিনেরা নামের ওই ট্যাঙ্কারটি গত মাসে তল্লাশিতে বাধা দিয়ে রুশ পতাকা লাগিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আটলান্টিকে দুই সপ্তাহের দীর্ঘ ধাওয়ার পর মার্কিন কোস্টগার্ড ও সামরিক বাহিনী এটি জব্দ করে। ট্যাঙ্কারটি জব্দের সময় কাছেই রাশিয়ার একটি সাবমেরিন ও যুদ্ধজাহাজ অবস্থান করছিল। ফলে মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে আগে থেকেই পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বিরোধ চলছে। রুশ সংবাদমাধ্যম আরটি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে মার্কিন বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে মেরিনেরা ট্যাঙ্কারে ওঠার চেষ্টা করছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের এই কর্মকাণ্ডকে ‘দাদাগিরি’ বলে আখ্যা দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ভেনিজুয়েলার তেলের ওপর ‘আমেরিকা ফার্স্ট’ নীতি চাপিয়ে দেওয়া এবং শক্তির নির্লজ্জ ব্যবহার আন্তর্জাতিক শিষ্টাচারের পরিপন্থি। ট্রাম্পের পরিকল্পনার ফলে বেইজিংয়ের দিকে যাওয়া তেল এখন যুক্তরাষ্ট্রের দিকে ঘুরিয়ে দেওয়ার চাপ বাড়ছে। ভেনিজুয়েলার বিশাল তেল খনিগুলোর নিয়ন্ত্রণ নিতে মার্কিন তেল কোম্পানিগুলোর সঙ্গে কাজ করার পরিকল্পনা খোলাখুলিভাবেই ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভেনিজুয়েলার আটকে থাকা ৫ কোটি ব্যারেল তেল তিনি পরিশোধন ও বিক্রি করবেন। ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে।

আরও পড়ুন

নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, এই তেল বাজারমূল্যে বিক্রি করা হবে এবং সেই অর্থ আমার (প্রেসিডেন্টের) নিয়ন্ত্রণে থাকবে, যাতে তা ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মানুষের কল্যাণে ব্যবহার করা যায়। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সিলেন্স ইন কর্পোরেট গভর্ন্যান্স’ অ্যাওয়ার্ড পেলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া

মার্কেন্টাইল ব্যাংকের ‘‘অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসি.-এর বোর্ড অব ডিরেক্টরসের সঙ্গে বিএফআইইউ-এর এএমএল ও সিএফটি বিষয়ক সচেতনতামূলক সভা

SICIP-এর আওতায় ইস্টার্ন ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

রংপুরের গঙ্গাচড়ায় শীতে ক্ষতিগ্রস্ত বোরো বীজতলা, রোপণ নিয়ে শঙ্কা

ভিভো এক্স৩০০ প্রো: প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচার ও পারফরম্যান্স