ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ১২:২৮ দুপুর

জয়পুরহাটে রোদের দেখা মিললেও পারদ নেমেছে ৬.৭ ডিগ্রিতে

জয়পুরহাটে রোদের দেখা মিললেও পারদ নেমেছে ৬.৭ ডিগ্রিতে, ছবি: দৈনিক করতোয়া ।

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, আজ বুধবার (৭ ডিসেম্বর) ভোর ৬টায় জয়পুরহাটসহ পাশ্ববর্তী নওগাঁর বদলগাছীতে বছরের সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টাও তাপমাত্রা অপরিবর্তিত থাকে। এ বছরের সবচেয়ে তাপমাত্রা আজ সর্বনিম্ন। তবে সকাল সাড়ে ১০টার দিকে রোদের দেখা মিলেছে। 

গত কয়েক দিন ধরে ঠান্ডা ও ঘনকুয়াশায় জয়পুরহাটের পুরো এলাকা স্থবির হয়ে পড়েছে। সকালেও ছিল ঠান্ডার সাথে ঘনকুয়াশা। হঠাৎ করে সকাল সাড়ে ১০টার দিকে দেখা মিলে রোদের। তবে হাড় কাঁপানো শীত জেলার সর্বত্রই জেঁকে বসেছে। বৃদ্ধি পেয়েছে শীতের প্রকোপ। সকালে মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করেছে। জীবিকার প্রয়োজনে রোদ দেখা পাওয়ার পর বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বস্তিবাসী ও ছিন্নমূল মানুষরা চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পড়েছেন চরম বিপাকে। 

ক্ষেতলাল পৌরশহরের বাসিন্দা বেলাল হোসেন বলেন, রোদ ওঠলে কী হবে, ঠান্ডায় বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। হাত-পা ঠিকমত কাজ করছে না। জীবিকার তাগিদে বের হতে হয়েছে। জয়পুরহাট-বগুড়া মহাসড়কে ট্রাক চালক আপেল বলেন, কুয়াশা কমে না। সকালেও হেড লাইট জ¦ালিয়ে চলতে হয়েছে। হেড লাইটের আলোতে ঠিকমত দেখাও যায় না। এ অবস্থায় খুলনা থেকে লোড করে জয়পুরহাট পর্যন্ত আসছি। 

এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েকদিনে তুলনায় রোববার রাত থেকে হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 

আরও পড়ুন

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, কয়েকদিনের প্রচন্ড ঠান্ডার কারণে শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। শীত বাড়ায় শিশু ও বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যারা ভোট দিয়েছেন বা দেননি, সবার রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল’

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

জয়পুুরহাটের ধরঞ্জীতে ৯৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দীর্ঘ ১৪ বছর পর বগুড়ার শেরপুরে উপজেলা ও শহর  ছাত্রদলের কমিটি গঠন

পাবনার চাটমোহরে শৈত্যপ্রবাহে বোরো বীজতলার ক্ষতি

বগুড়ার কাহালুতে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ