এআইয়ের মাধ্যমে ছড়ানো বিদ্বেষ বন্ধে ইসি নিষ্ক্রিয়: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তাঁর অভিযোগ, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশন সম্পূর্ণ নিষ্ক্রিয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজিত এক মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি এ আশঙ্কার কথা জানান।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় এআই ব্যবহার করে নানা ধরনের কনটেন্ট ছড়িয়ে পড়ছে। ফ্যাক্ট চেকিং বা যাচাই–বাছাই ছাড়া এসব কনটেন্ট সত্য না বানানো, তা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। এভাবেই অপতথ্য ও সহিংসতার উপকরণ ছড়ানো হচ্ছে, যা এ নির্বাচনে বড় বাধা হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, এআইয়ের মাধ্যমে সহিংসতা, বিদ্বেষ ও ঘৃণা যেভাবে প্রচার করা হচ্ছে, তা প্রতিহত করতে নির্বাচন কমিশন কার্যত নিষ্ক্রিয় অবস্থায় আছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে ডিজিটাল সুরক্ষার বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপন করা প্রয়োজন।
আরও পড়ুনআইন প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদের সঙ্গে আলোচনায় অন্তর্বর্তী সরকারের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন সিপিডির এই সম্মানিত ফেলো। তাঁর মতে, অর্থনীতিসহ সামগ্রিক কাঠামো ডিজিটাইজড না হলে দুর্নীতি রোধ করা সম্ভব নয়। এ জন্য একটি জবাবদিহিমূলক একীভূত জাতীয় তথ্যভাণ্ডার গড়ে তোলার তাগিদ দেন তিনি।
আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের ডিজিটাল সেবার ক্ষেত্রে স্টারলিংকের বাণিজ্যিকীকরণ এবং অনিবন্ধিত মোবাইল সেট বন্ধের সিদ্ধান্তকে কার্যকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1767812786.jpg)




