ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৬, ০২:৫০ দুপুর

কোনো নির্দিষ্ট দেশ ‘বিশ্বের পুলিশ’ হিসেবে কাজ করবে কখনোই তা মানা হবে না : চীন

সংগৃহিত,কোনো নির্দিষ্ট দেশ ‘বিশ্বের পুলিশ’ হিসেবে কাজ করবে কখনোই তা মানা হবে না : চীন

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় আকস্মিক মার্কিন সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, কোনো নির্দিষ্ট দেশ ‘বিশ্বের বিচারক’ বা ‘বিশ্বের পুলিশ’ হিসেবে কাজ করবে-এমনটি তারা কখনোই মেনে নেবে না। 

সোমবার (৫ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র এই হুঁশিয়ারি বার্তা প্রকাশ করা হয়েছে। রোববার বেইজিংয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক বৈঠকে ওয়াং ই বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে প্রতিটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সম্পূর্ণরূপে সুরক্ষিত হওয়া উচিত। সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তার এই মন্তব্যকে ওয়াশিংটনের প্রতি একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।

শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন বোমা ও বিমান হামলার পর ৬৩ বছর বয়সী মাদুরোর চোখ বাঁধা ও হাতকড়া পরা ছবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। চীনের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী হিসেবে বর্ণনা করেছেন। বর্তমানে নিকোলাস মাদুরো নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন এবং মাদক পাচারের অভিযোগে তাকে আজই আদালতে তোলার কথা রয়েছে।

আরও পড়ুন

চীনের সরকারি কর্মকর্তাদের মতে, মাদুরোর এই গ্রেপ্তার বেইজিংয়ের জন্য একটি বড় ধাক্কা, কারণ তারা ভেনেজুয়েলার অত্যন্ত ‘নির্ভরযোগ্য বন্ধু’ হিসেবে দীর্ঘকাল ধরে পাশে ছিল। এমনকি মাদুরোকে আটকের মাত্র কয়েক ঘণ্টা আগেও চীনের বিশেষ প্রতিনিধি কিউ জিয়াওকির সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকটের সময়ে চীন দেশটির জন্য একটি বড় অবলম্বন হিসেবে কাজ করে আসছিল। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেনেজুয়েলার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে বেইজিংই মূলত দেশটির অর্থনীতিকে সচল রেখেছে। সূত্র : রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো নির্দিষ্ট দেশ ‘বিশ্বের পুলিশ’ হিসেবে কাজ করবে কখনোই তা মানা হবে না : চীন

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের জন্য বাস দিচ্ছেন তারেক রহমান

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন শফিউল

মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ‘এমটিবি টাউন হল ২০২৬’ অনুষ্ঠিত

গার্সিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে রিয়ালের গোলউৎসব

১২৩ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন