ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৮ রাত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ট্রলি চালকের ৭ দিনের কারাদণ্ড

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ট্রলি চালকের ৭ দিনের কারাদণ্ড

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে শ্যালোমেশিন চালিত ৩ ট্রলি চালকের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন।

আটককৃতরা হলেন- উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (৩৮), চন্দ্রখানা গ্রামের মনছুর আলীর ছেলে বাদশা মিয়া (৩৫) এবং কবিরমামুদ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৬)। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক ৩ জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে একটি অবৈধ বালু ব্যবসায়ী চক্র ধরলা ব্রিজ সংলগ্ন নদীর বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা করে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে আজ রোববার (৪ জানুয়ারি) ওই চক্রকে ধরতে ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন।

আরও পড়ুন

এসময় বালু উত্তোলনকারী মহাজনরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু ভর্তি ট্রলিসহ ৩ ট্রলি চালককে আটক করে ওই রায় দেন তিনি। ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ট্রাম্পের তোপের মুখে ভারত

প্রশাসন বিএনপি’র দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার কাহালুতে মুরগির ফার্মে ভয়াবহ আগুনে এক হাজার মুরগি পুড়ে ছাই

কোনো নির্দিষ্ট দেশ ‘বিশ্বের পুলিশ’ হিসেবে কাজ করবে কখনোই তা মানা হবে না : চীন

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের জন্য বাস দিচ্ছেন তারেক রহমান

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন শফিউল