ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৮ রাত

নওগাঁর সীমান্তে ৫টি ভারতীয় মহিষসহ চোরাকারবারি আটক

নওগাঁর সীমান্তে ৫টি ভারতীয় মহিষসহ চোরাকারবারি আটক। ছবি : দৈনিক করতোয়া

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্তে ৪ জন চোরাকারবারিসহ ৫টি ভারতীয় মহিষ আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। আজ রোববার (৪ জানুয়ারি) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।

প্রেস বিজ্ঞপিতে জানানো হয়, আজ রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস হতে আনুমানিক ৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলাধীন ধামইরহাট থানার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৫টি ভারতীয় মহিষ, ১টি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি, ৪টি মোবাইল উদ্ধারসহ ৪ জন চোরাকারবারিকেও আটক করেছে বিজিবি।

আটকৃতরা হলো- ধামইরহাট উপজেলার জোতমাহমুদপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৬), মেহের আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০), মৃত গিয়াস উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৩৮) এবং শাহপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে তরিকুল ইসলামকে (৩৫) আটক করা হয়।

আরও পড়ুন

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন (পিএসসি) জানান, গবাদিপশুসহ আটককৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সিদ্ধান্তের পর বিশ্বকাপের সূচি বদলাচ্ছে আইসিসি

আবারও ট্রাম্পের তোপের মুখে ভারত

প্রশাসন বিএনপি’র দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার কাহালুতে মুরগির ফার্মে ভয়াবহ আগুনে এক হাজার মুরগি পুড়ে ছাই

কোনো নির্দিষ্ট দেশ ‘বিশ্বের পুলিশ’ হিসেবে কাজ করবে কখনোই তা মানা হবে না : চীন

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের জন্য বাস দিচ্ছেন তারেক রহমান