বগুড়ায় ডাকাতির আসামি বরিশাল থেকে গ্রেফতার, র্যাব’র যৌথ অভিযান
স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত আসামি শহিদুল ইসলাম ওরফে সোহেল মোল্লাকে (৩২) বরিশাল থেকে গ্রেফতার করেছে র্যাব’র যৌথ অভিযানিক দল। গতকাল শনিবার দুপুরে সিপিএসসি বগুড়া র্যাব-১২ এবং বরিশাল সদর কোম্পানি র্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে বরিশালের সদর উপজেলার নতুন বাজার দারোগা বাড়ি বাবুল মঞ্জিল থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল মোল্লা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ইছাপুর এলাকার ইয়াছিন আলী মোল্লার ছেলে।
র্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১২ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে বগুড়ার শাজাহানপুর থানার রহিমাবাদ বি-ব্লক এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ওভারপাসের উপরে (ঢাকা মেট্রো-ন-২১-১৬৬৪) নাম্বারের নীল হলুদ রংয়ের ফার্নিচার বোঝাই পিকআপ গাড়িটিকে তিনটি প্রাইভেটকারে অজ্ঞাতনামা ডাকাত দল পুলিশের ব্যবহৃত লাল রংয়ের সিগন্যাল দিয়ে থামাতে বলে।
তখন ড্রাইভার গাড়িটি থামালে অজ্ঞাতনামা ১৪/১৫ জন ডাকাত ডিবি পুলিশের পরিচয় দেয়। তারা ড্রাইভারের হাতে হাতকড়া পড়ায় এবং পিকআপের ড্রাইভার ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে ডাকাতদের প্রাইভেট কারে উঠিয়ে গামছা দিয়ে চোখ-হাত বেঁধে ফেলে। পরে তাদেরকে ভোর ৫টার দিকে বগুড়া সদর উপজেলার দ্বিতীয় বাইপাস ঘুনিয়াতলা নামক স্থানে রাস্তার পাশে ফেলে ফার্নিচানর বোঝাই পিকআপ নিয়ে চলে যায়।
আরও পড়ুনএঘটনায় শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলার প্রেক্ষিতে তদন্তে প্রাপ্ত আসামি সোহেল মোল্লাকে আজ রোববার (৪ জানুয়ারি) বরিশাল থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন


_medium_1767602323.jpg)
_medium_1767597641.jpg)





