কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কাফনের কাপড়সহ ডাকযোগে উড়ো চিঠি পাঠিয়েছে মুমিনুল আলম নামের একজন অজ্ঞাত দুর্বৃত্ত। আর নির্বাচন থেকে সরে না দাড়ালে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির মত পরিণতি হবে বলেও চিঠিতে হুমকি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
শাহজাহান চৌধুরী জানান, আজ রোববার সকাল ৯টায় ডাক বিভাগের পিয়ন একটি চিঠি বাড়িতে দিয়ে আসেন। চিঠি খুলে দেখতে পান, সেখানে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং না দাঁড়ালে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। চিঠির সঙ্গে একটি ছোট কাপড়ের টুকরো সংযুক্ত করা রয়েছে।
চিঠিতে প্রেরক মুমিনুল আলমকে ‘ব্যাটালিয়ন-৭১’ কক্সবাজার নামের কথিত সংগঠনের আঞ্চলিক কো-অর্ডিনেটর হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে লেখা হয়েছে- ‘আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিনতি শরীফ ওসমান হাদির মত হবে। আশা করি, বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’
আরও পড়ুনশাহজাহান চৌধুরী বলেন, তিনি এ ঘটনায় উখিয়া থানায় সাধারণ ডায়রি করেছেন। শাহজাহান চৌধুরী বলেন, ‘চিঠির বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত ও নিরাপত্তহীনতা ভুগছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কাছে আহ্বান জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ওসি নূর আহমদ বলেন, ‘বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি থানায় নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
এদিকে হুমকি পাওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফোন করে কথা বলেছেন শাহজাহান চৌধুরীর সঙ্গে। শাহজাহান চৌধুরী জানান, তারেক রহমান এ ধরণের হুমকিতে সাহস না হারানোর জন্য বলেছেন। নির্বাচনের মাঠে পুরোদমে কাজ করতে নিদের্শ দিয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1767602323.jpg)
_medium_1767597641.jpg)





