বগুড়ার দুপচাঁচিয়ায় ঘন কুয়াশায় বীজতলা কোল্ড ইনজুরির হুমকিতে
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় চলতি বোরো মৌসুমের শুরুতেই গত কয়েকদিনের ঘন কুয়াশায় বীজতলা গুলো কোল্ড ইনজুরির হুমকিতে পড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে অত্র উপজেলায় ১১ হাজার ৭শ’ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্যে ৬৪০ হেক্টর জমিতে বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে প্রায় ৩৩০ হেক্টর বীজতলা তৈরী করাও হয়েছে।
কৃষকরা চলতি এই বোরো মৌসুমের জন্য ডিসেম্বর মাস থেকেই বীজতলা তৈরীর কাজ শুরু করে। ইতিমধ্যে বীজতলার চারা সবুজ বর্ণ ধারণ করেছে। কিন্তু গত কয়েক দিনের ঘন কুয়াশার প্রভাবে বীজতলা গুলোর ওপর প্রভাব পড়েছে। এই ঘন কুয়াশার কারণে বীজতলার গজানো গাছগুলোর কোল্ড ইনজুরিতে আক্রান্ত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
ফলে বীজতলার চারাগুলো বৃদ্ধি কম হওয়ার আশংকায় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোহাম্মদ সাইফুল আবেদীন জানান, উপজেলায় এখনো বোরো ধানের বীজতলার লক্ষমাত্রা অর্জিত হয়নি।
আরও পড়ুনঘন কুয়াশার কারণে কৃষকের বীজতলা হুমকির মুখে নেই। তবে ঘন কুয়াশা অব্যাহত থাকলে বীজতলাগুলো প্লাস্টিকের কাগজ দিয়ে ঢেকে দেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়াও সন্ধ্যায় জমিতে পানি দিতে এবং দিনে সে পানি বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে রাতে চারার গুরায় শিশির জমে থাকার সম্ভবনা থাকে না। ফলে চারা ক্ষতি হওয়ার আশংকাও থাকে না বললেই চলে।
মন্তব্য করুন


_medium_1767602323.jpg)
_medium_1767597641.jpg)





