ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৬:২১ বিকাল

জয়পুরহাটের কালাইয়ে স্বর্ণালংকারসহ টাকা লুটের ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার

জয়পুরহাটের কালাইয়ে স্বর্ণালংকারসহ টাকা লুটের ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাই উপজেলার নান্দাইল পূর্বপাড়া গ্রামে এক নারীর বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকা লুটের ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, কালাই উপজেলার নান্দাইল পূর্বপাড়া গ্রামের আব্দুল মোত্তালেব (৬০), একই গ্রামের মোহাম্মদ আলী (৪০), দেওগ্রামের সবুজ মিয়া (২৮), আঞ্জুমান (২৮) এবং শিবগঞ্জ উপজেলার বেলঘরিয়া গ্রামের বিপুল (২৮)। আজ রোববার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে কালাই থানা চত্বরে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মিনা মাহমুদা।

প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, গত ১৭ ডিসেম্বর রাতে গ্রেফতারকৃত ডাকাত চক্র নান্দাইল পূর্বপাড়া গ্রামে শাহানার বেগমের বাড়ির শোবার ঘরের বারান্দার গ্রিলের তালা কেটে ঘরে ঢুকে ওই নারীর গলায় চাকু ধরে মারপিট করে। পরে স্টিলের আলমিরা থেকে ৬ ভরি স্বর্ণলংকার ও ৭ লাখ টাকা এবং কানে থাকা রিং লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন

পরে প্রতিবেশীরা আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ওই ঘটনায় শাহানার বেগম বাদি হয়ে গত ২৫ ডিসেম্বর কালাই থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের গ্রেফতার করতে মাঠে নামেন। গত গতকাল শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

এ সময় ডাকাতির কাজে ব্যবহারকৃত তালা কাটা যন্ত্র, ধারালো ছোরা, হাতুরি ও প্লাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীর বাড়িতে মালামাল লুটের কথা স্বীকার করেছেন। পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত পাঁচজনের নামেই আশপাশের জেলাগুলোতে ৮/৯ টি করে মামলা চলমান রয়েছে। তারা পেশাদার ডাকাত। তাদের গ্রেফতারের ফলে এলাকায় এ ধরনের ঘটনা কমে আসবে বলে তিনি আশা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সিদ্ধান্তের পর বিশ্বকাপের সূচি বদলাচ্ছে আইসিসি

আবারও ট্রাম্পের তোপের মুখে ভারত

প্রশাসন বিএনপি’র দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার কাহালুতে মুরগির ফার্মে ভয়াবহ আগুনে এক হাজার মুরগি পুড়ে ছাই

কোনো নির্দিষ্ট দেশ ‘বিশ্বের পুলিশ’ হিসেবে কাজ করবে কখনোই তা মানা হবে না : চীন

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের জন্য বাস দিচ্ছেন তারেক রহমান