ভিডিও শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ০২ জানুয়ারী, ২০২৬, ১২:৫৯ দুপুর

ইরানে বিক্ষোভ : ‘জনশৃঙ্খলা বিঘ্নিত করায়’ গ্রেপ্তার ৩০

সংগৃহিত,ইরানে বিক্ষোভ : ‘জনশৃঙ্খলা বিঘ্নিত করায়’ গ্রেপ্তার ৩০

আন্তর্জাতিক ডেস্ক : জনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ৩০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ইরান। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ।

গতকাল বুধবার রাতভর পুলিশ, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের যৌথ অভিযোনে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তাসনিম নিউজের প্রতিবেদনে।

এদিকে দারিদ্র্য ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে গত ২৯ ডিসেম্বর রোববার থেকে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে, তাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ১৭ জন। ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

আরও পড়ুন

নিহতদের মধ্যে ৫ জন বিক্ষোভকারী এবং আধাসামরিক বাহিনী বাসিজের একজন সদস্য আছেন। এছাড়া আহতদের মধ্যে ১৩ জনই পুলিশ কর্মকর্তা কিংবা বাসিজের সদস্য। বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলে আহত হয়েছেন তারা।

ইরানের মুদ্রা ইরানি রিয়াল এমনিতেই বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা। সম্প্রতি ডলার ও অন্যান্য বৈশ্বিক মুদ্রার বিপরীতে ইরানি রিয়ালের মান আরও কমে গেছে। একদিকে বিপুল পরিমাণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অন্যদিকে ধারাবাহিকভাবে মুদ্রার মান কমতে থাকায় নাভিশ্বাস উঠছে ইরানের সাধারণ জনগণের। নিত্যপ্রয়োজনীয় আবশ্যিক ব্যয় মেটাতেও হিমসিম খাচ্চেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল

‘ছড়ার জাদুকর’ সুকুমার বড়ুয়া মারা গেছেন

মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী নাদিয়া

বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী লিপির মনোনয়ন বাতিল, চারজনের মনোনয়ন বৈধতা ঘোষণা

ওয়াল্ট ডিজনির ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা এখন ‘জুটোপিয়া টু’

ভেনেজুয়েলার তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা