ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ০৫:০০ বিকাল

সালথায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

সালথায় আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের বিশেষ অভিযান অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় স্থানীয় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হওয়া এই দুই নেতা দীর্ঘদিন ধরে নিজ নিজ ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে তাদের ফরিদপুরের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুছ মোল্যা (৬৫) ও ভাওয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মাতুব্বর (৭০)।

 

পুলিশ সূত্র জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে সালথা উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনুছ মোল্যাকে গ্রেপ্তার করা হয়। 

অন্যদিকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সালথা বাজার এলাকা থেকে ইউসুফ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তার ইউনুছ মোল্যা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে। 

অন্যদিকে ইউসুফ মাতুব্বর ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অনিয়ম ও উত্তেজনা সৃষ্টির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এলাকায় নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবেই আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালথায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

সুইজারল্যান্ডে মদের দোকানে বিস্ফোরণে নিহত ৪০

পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক

জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ

নতুন বছরে গড়ে উঠুক মানবিক ও গণতান্ত্রিক সমাজ      

জাতি একজন মহান অভিভাবককে হারালো