ভিডিও মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:১৩ দুপুর

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় লি কিয়াং এ সমবেদনা জানান। তার পাঠানো চিঠির একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে প্রাকাশ করেছে ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস।শোকবার্তায় লি কিয়াং বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের একজন পুরোনো বন্ধু।

তার প্রধানমন্ত্রিত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সমন্বিত সহযোগিতামূলক অংশীদারত্ব প্রতিষ্ঠিত হয়, যা দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতিতে ভূমিকা রেখেছে।চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে চীনের প্রধানমন্ত্রী বলেন, এ সম্পর্ক জোরদারে তার ভূমিকা চীনা পক্ষ উচ্চভাবে মূল্যায়ন করে।শোকবার্তায় আরও বলা হয়, চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় বেইজিং। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করতে চীন প্রস্তুত রয়েছে, যেন উভয় দেশের জনগণ আরও বেশি উপকৃত হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

খালেদা জিয়া আমাদের সবচেয়ে কঠিন সময়ে আশার আলো ছিলেন: প্রেস সচিব

খালেদা জিয়ার জানাজা কাল বাদ জোহর , রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক