ভিডিও বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৭ রাত

ভারতের নামে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান

ছবি: সংগৃহীত, ভারতের নামে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। ফাইনালে ভারতীয় ক্রিকেটারদের অক্রীড়াসুলভ আচরণের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দীর্ঘ ১৩ বছর পর যুব এশিয়া কাপ জয়ী দলকে সংবর্ধনা দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে বিষয়টি নিশ্চিত করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেন, ফাইনালে পাকিস্তানের খেলোয়াড়দের অহেতুক উত্তেজিত করার চেষ্টা করেছিল ভারতীয়রা। এ ঘটনায় আইসিসির কাছে অভিযোগ জানানো হবে এবং রাজনীতি ও খেলাধুলা আলাদা রাখা উচিত।

দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচ চলাকালে দুই দলের ক্রিকেটারদের মধ্যে একাধিকবার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরিস্থিতি সামলাতে আম্পায়ারদেরও হস্তক্ষেপ করতে দেখা যায়।

আরও পড়ুন

এর আগে পাকিস্তান যুব দলের প্রধান কোচ ও সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ভারতের আচরণের তীব্র সমালোচনা করে বলেন, ফাইনালে ভারতের আচরণ ক্রিকেটের চেতনার পরিপন্থী। তবে পাকিস্তান দল স্পোর্টসম্যানশিপ বজায় রেখেই শিরোপা উদযাপন করেছে।

উল্লেখ্য, ফাইনালে পাকিস্তানের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ব্যাটে-বলে পাত্তাই পায়নি এবং ১৯১ রানে পরাজিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের নামে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান

ওমরাহকে কি বিয়ের মোহর করা যাবে?

কুমিল্লায় প্রকাশ্যে বই খুলে পরীক্ষা দেওয়ার ভিডিও ভাইরাল

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ্রাট

২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা অনুদান পেলেন তাসনিম জারা

একই দিনে বিয়ে করছেন ডাকসুর জিএস ও এজিএস