ভিডিও সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:১৩ রাত

বগুড়ায় থামছেই না মাদকের কারবার

বগুড়ায় থামছেই না মাদকের কারবার

স্টাফ রিপোর্টার : পুলিশসহ বিভিন্ন বাহিনীর অভিযান সত্বেও বগুড়ায় মাদক কারবার থেমে নেই। প্রকাশ্যে মাদকের কারবার চালিয়ে যাচ্ছে কারবারিরা। বিশেষ করে শহরের চকসুত্রাপুর হাড্ডিপট্টি, চকসুত্রাপুর রানার সিটির সামনে সুইপার কলোনি, সেউজগাড়ী সুইপার কলোনি, সেউজগাড়ী আমতলা সংলগ্ন রেলওয়ে বস্তি ও সেউজগাড়ী পালপাড়া এলাকায় মাদক ব্যবসা থামছেই না।

এর আগে পুলিশ ও র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এসব স্পটে কয়েক দফা ব্যাপক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ, গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিলসহ অন্যান্য মাদক জব্দ করে বেশ কয়েকজন কারবারিকে গ্রেফতার করে। এরপর আদালতের মাধ্যমে কারবারিদের কারাগারে পাঠানো হয়। কিন্তু দুই-তিন মাস কারাগারে থেকে ধৃত মাদক কারবারিদের প্রায় অর্ধেক আসামি জামিনে মুক্তি পেয়ে এখন ফের মাদকের কারবার শুরু করেছে।

এছাড়া এই মাদক কারবারে যুক্ত হয়েছে নতুন নতুন কারবারিরাও। নতুন-পুরোনো কারবারি ও সেবনকারীদের আনাগোনায় অতিষ্ট হয়ে পড়েছেন শান্তি প্রিয় এলাকাবাসী। ভুক্তভোগীরা মাদক নির্মূলে আবারও এসব স্পটে অভিযান চালানের দাবি জানিয়েছেন। স্থানীয়রা বলেন, হাড্ডিপট্টিতে বিভিন্ন স্পাট ছাড়াও রেললাইনের ওপর যেন মাদকের হাট বসে। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত হাড্ডিপট্টির বিভিন্ন স্পটে মাদকের কারবার চলে।

সেউজগাড়ী এলাকার মুসুল্লিরা বলেন, তারা অনেকে রেললাইন পার হয়ে হাড্ডিপট্টিতে আন্তঃথানা বাস টার্মিনালসংলগ্ন মসজিদে নামাজ পড়তে যান। আবার অনেক বাসযাত্রী ও সাধারণ মানুষ রেললাইন অতিক্রম করে হাড্ডিপট্টিতে যান। যাওয়ার পথে মাদক কারবারিরা চিনতে না পেয়ে তাদের মাদকসেবী ভেবে বিব্রত করেন। এসময় তারা বলে ‘জিনিস লাগবে, জিনিস, কয়টা লাগবে, ইয়াবা, গাঁজা, ট্যাপেন্টাডল সবই আছে। এতে  বিব্রত ও অসম্মানিত হন সবাই।

খোঁজ নিয়ে জানা যায়, প্রশাসনের অভিযান সত্বেও হাড্ডিপট্টির বিভিন্ন মাদক স্পট চালু আছে। হাড্ডিপট্টির কয়েকটি বস্তি, অলিগলিতে রমরমা মাদকের কারবার চলে। এছাড়া হাড্ডিপট্ট্রিতে রেললাইনের ওপর ও রেললাইনের আশেপাশে মাদকের রীতিমত হাট বসে। সেখানে নারী ও টোকাই মাদককারবারিরা মাদকের ব্যবসা করে। সেখানে সব বয়সী মাদক সেবনকারীরা এসে মাদক সংগ্রহ করে।

আরও পড়ুন

সেখান মাদক সংগ্রহ করে স্কুলছাত্র, কিশোর, যুবা অনেকে। মাদককারবারিরা হাড্ডিপট্টি রেললাইন পেরিয়ে সেউজগাড়ী আমতলা মোড়ে এসেও ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজা বিক্রি করে। তারা পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এলাকাবাসী কাউকে তোয়াক্কা করে না। এই এলাকায় অভিযানে গেলে মাদককারবারিরা পুলিশের ওপর হামলা করেছে এমন নজিরও রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শুধু হাড্ডিপট্টিই নয়, সেউজগাড়ী আমতলা রেলওয়ে বস্তি, সেউজগাড়ী পালপাড়া, রেলস্টেশন সড়কে হরিজন কলোনির আশেপাশে, চকসুত্রাপুর হরিজন কলোনির সামনে, পুরান বগুড়া, উত্তর চেলোপাড়া, মালগ্রাম, সুলতানগঞ্জপাড়া, ঘোনপাড়া, কাটনারপাড়া, ফুলবাড়ি, চকসুত্রাপুরসহ শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন স্পটে মাদকের কারবার চলছে। এছাড়া অনলাইনে মাদক কেনাবেচা চলে। মাদককারবারিদের খপ্পড়ে পড়ে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। র‌্যাব, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের অভিযানের পরও মাদক কারবার থেমে নেই।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ট্রাফিক) মোহা. আতোয়ার রহমান বলেন, মাদককারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই মাদককারবারিদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে এলাকাবাসীর সহযোগিতার প্রয়োজন আছে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, বগুড়ায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান চলছে। মাদক নিমূর্লে এ অভিযান আরও জোরদার করা হয়েছে। প্রায়ই মাদকের চালানসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হচ্ছে। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সম্মন্বিত উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে জনসাধারণকে সহযোগিতা করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় থামছেই না মাদকের কারবার

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যসিবাদ এবং উগ্রবাদের স্থান আর হবে না : সেলিমা রহমান

সোনার দামে ফের রেকর্ড, ভরি ২ লাখ ২২ হাজার

পুলিশ সদরদপ্তরের ৬ ডিআইজি নতুন দায়িত্বে

অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৯৮

বগুড়ার শাজাহানপুর ও গাবতলী থেকেও বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন