ভিডিও শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ২০ ডিসেম্বর, ২০২৫, ০২:৩০ রাত

উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা

ছবি: সংগৃহীত, উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সীমান্তে সরেজমিন পরিদর্শন করেছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার (১৯ ডিসেম্বর) আসাম রাইফেলস ও সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ পরিদর্শনে অংশ নেন।

‘সন্ত্রাসী’র গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি-এর মৃত্যু এবং ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় সাত রাজ্য নিয়ে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ-এর সাম্প্রতিক বক্তব্যের পর এই পরিদর্শনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ প্রেক্ষাপটে ত্রিপুরা সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনীর তৎপরতা ও প্রস্তুতির বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে।

শুক্রবার ত্রিপুরার দক্ষিণ জেলার বেলোনিয়া মহকুমায় এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় সীমান্ত এলাকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করা হয়। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার উল্লেখযোগ্য অংশ এখনো কাঁটাতারের বেড়া দিয়ে পুরোপুরি ঘেরা হয়নি।

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বেলোনিয়ার একটি সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন। সফরের মূল উদ্দেশ্য ছিল সীমান্তের গুরুত্বপূর্ণ এই অংশে বাহিনীগুলোর অভিযানমূলক প্রস্তুতি, সতর্কতা ও সমন্বয়ের অবস্থা পর্যালোচনা করা।

আরও পড়ুন

পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সামনের সারিতে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস ও বিএসএফ সদস্যদের বাড়তি সতর্কতা ও পেশাদারিত্বের জন্য প্রশংসা করেন।

পূর্বাঞ্চলীয় কমান্ড থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যদের দৃঢ় অঙ্গীকার ও প্রস্তুতির বিষয়টি স্বীকৃতি দিয়েছেন সেনা কমান্ডার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা

হাদির মৃত্যুতে ফেসবুকে বিতর্কিত পোস্ট, আ.লীগ কর্মী আটক

হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসের বাড়িতে আগুন

সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিলো মেটা

আপেল না কমলা, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সেরা কোনটি?