ভিডিও শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:০৪ রাত

পালাতে গিয়ে ব্যালকনি থেকে পড়ে আ. লীগ নেতার মৃত্যু

পালাতে গিয়ে ব্যালকনি থেকে পড়ে আ. লীগ নেতার মৃত্যু

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোর্শেদ রাজু পুলিশের গ্রেপ্তার এড়াতে নিজ বাসার ব্যালকনি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল বাঘমারা এলাকায় রাজুর বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দোতলার ব্যালকনি দিয়ে নিচে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পাশের একটি বাউন্ডারি দেয়ালে ধাক্কা লেগে তিনি মাথা ও শরীরে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। এরপর তাকে চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান।

জানা গেছে, হাদির মৃত্যুর পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের গা ঢাকা দেয়া নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে রাজুর বাসায় ওই অভিযান চালানো হয়।

আরও পড়ুন

রাজুর স্ত্রী সাথী জানান, গত ৮-১০ বছর ধরে তার স্বামী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না। তিনি রাজনীতি থেকে সরে এসে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। তার নামে কোনো মামলা নেই বলেও দাবি করেন তিনি। 

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, পুলিশের গ্রেপ্তার অভিযান নিয়মিত বিষয়। ওই এলাকায় পুলিশের কোন টিম অভিযানে ছিল সেটি এই মুহূর্তে জানা নেই। রাজুর মৃত্যুর খবর আমার জানা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পালাতে গিয়ে ব্যালকনি থেকে পড়ে আ. লীগ নেতার মৃত্যু

‘ওসমান হাদির মৃ/ত‍্যু আমাদের জনগণেরই ব‍্যর্থতা’

ছাত্রলীগের নেতাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শনিবারের সব পরীক্ষা স্থগিত

দ্বিতীয়বার মা হলেন ভারতী সিং

এবার ঢাকার প্রেক্ষাগৃহেও মুক্তি পেল ‘অ্যাভাটার’