প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৪ বিকাল
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কতা জারি
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সতর্কবার্তা জারি করা হয়।
এতে বলা হয়, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ‘তরুণ নেতা শরীফ ওসমান হাদির মরদেহ আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। তার জানাজা নামাজ শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর (প্রায় দুপুর ২টায়) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসময় ওই এলাকায় এবং সমগ্র ঢাকাজুড়ে অত্যন্ত ভারী যানজটের আশঙ্কা আছে।’
‘এ অবস্থায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে—শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে।’
এছাড়া বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি যেকোনো বড় জনসমাবেশের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাস।
এর আগে, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1766143259.jpg)

_medium_1766142139.jpg)

_medium_1766140407.jpg)


