ভিডিও বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল

ভোট পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ

সংগৃহিত,ভোট পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক পাঠাতে পারে।

আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ইসি সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স এবং ইলেকশন কমিশনের ভেতরে একটা চুক্তি সম্পাদিত হয়েছে এবং তার আলোকে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কাছে নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন টিম পাঠাবে। 

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত ডেলিগেশনের শুধু লিডার অব দ্যা ডেলিগেশনের নামটা পেয়েছি। বাকি যেগুলো আছে, তা ওনারা পরবর্তীতে জানাবেন বলেছেন। শুধু লিডারের কথাটা আমরা জানতে পেরেছি।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমাকে যেটা ধারণা দেওয়া হয়েছে, বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অব টাইম ১৭৫ থেকে ২০০ জনের মতো পর্যবেক্ষক আসবেন। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তারা কী কী দেখবেন, তাদের সঙ্গে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা- এ সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনও পর্যন্ত জানি না। ওনাদের সঙ্গে যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে, সেই চুক্তির আওতায় তাদেরকে আমরা এখানে ফ্যাসিলিটিজ প্রোভাইড করব। তাদের যাতায়াত এবং তাদের চলাফেরা ইত্যাদি।’ 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ

বগুড়ার শাজাহানপুরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আরও চারজন গ্রেফতার

গুপ্তচর আলিয়া ভাট

নতুন সরকার শপথ নিলে আমরা বিদায় হয়ে যাব: ধর্ম উপদেষ্টা

লালাবাগে আগুনের সূত্রপাতের কারণ জানালেন প্রত্যক্ষদর্শী

বিশ্ববাজারে রুপার দামে নতুন রেকর্ড