ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩২ বিকাল

রাউটার বন্ধ করে চালু করলেই কি সত্যিই বাড়ে নেটের গতি?

রাউটার বন্ধ করে চালু করলেই কি সত্যিই বাড়ে নেটের গতি?

ইন্টারনেটে তেমন কোনো সমস্যা না থাকলেও নিয়মিত রাউটার রিস্টার্ট করা ভালো। একে রুটিন মেইনটেন্যান্স হিসেবে ধরা যেতে পারে। ‘রাউটার আনপ্লাগ করলে ইন্টারনেট দ্রুত হয়ে যায়’—শুনতে যেন পুরনো কোনো টেক মিথের মতো লাগে। তবে এর পেছনে আসলে বেশ যুক্তিযুক্ত প্রযুক্তিগত ব্যাখ্যা রয়েছে।

রাউটারও এক ধরনের ছোট কম্পিউটার। এগুলো একসঙ্গে অসংখ্য কানেকশন সামলায়, ডেটা ক্যাশ করে রাখে এবং ব্যান্ডউইথ বণ্টন করে। সময়ের সঙ্গে সঙ্গে এতে মেমোরি লিক ও সফটওয়্যার বাগ জমতে থাকে। ফলে ধীরে ধীরে এটি কাজের গতি হারাতে শুরু করে।

প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার জানিয়েছে, রাউটার আনপ্লাগ করলে এটি একপ্রকার ‘রিস্টার্ট’ হয়, অর্থাৎ একেবারে নতুনভাবে শুরু করে। এতে পুরোনো ক্যাশড ডেটা মুছে যায়, বন্ধ না হওয়া ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো বন্ধ হয়ে যায় এবং রাউটার নতুন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কানেকশন ‘রিনেগোশিয়েট’ করে। এই নতুন সংযোগ বা ‘ফ্রেশ হ্যান্ডশেক’-এর কারণেই অনেক সময় রিস্টার্টের পর হঠাৎ ইন্টারনেট স্পিড বেড়ে যায়। এ কারণেই আইটি সহায়তা কর্মীরা প্রাথমিকভাবে প্রায় সব সমস্যায় বলেন, ‘একবার রিস্টার্ট করে দেখুন’। এটি সবচেয়ে পরীক্ষিত পন্থা।

তবে শুধু পারফরম্যান্স নয়, রিস্টার্টের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নিরাপত্তা। রাউটার কেবল নেটফ্লিক্স দেখা বা জুম কলে যোগ দেওয়ার কাজই করে না; এটি আসলে হোম নেটওয়ার্কের ‘ফ্রন্ট ডোর’ বা প্রধান দরজা। আর সফটওয়্যার-চালিত যে কোনো ডিভাইসের মতো এটিও নিয়মিত আপডেট পায়।

যখন রাউটার রিস্টার্ট করা হয়, তখন এটি সর্বশেষ ফার্মওয়্যার ও সিকিউরিটি প্যাচ ইনস্টল করার সুযোগ পায়। এই আপডেটগুলো সিকিউরিটি ভলনারেবিলিটি বন্ধ করে, পরিচিত এক্সপ্লয়েট ঠেকায় এবং ম্যালওয়্যার দূর করে—যেগুলো ইন্টারনেটকে ধীর করে দিতে পারে।

রাউটার রিস্টার্ট করার উপায় ও সময়

রাউটার রিস্টার্ট করার পদ্ধতি অনেক সহজ এবং কয়েকভাবে করা যায়। সবচেয়ে প্রচলিত উপায় হলো রাউটার এবং মডেম আলাদা থাকলে মডেম দেয়াল থেকে আনপ্লাগ করা। অন্তত ৩০ সেকেন্ড অপেক্ষা করুন, যাতে ভেতরের মেমোরি পুরোপুরি পরিষ্কার হয়। এরপর আবার প্লাগ ইন করুন।

লাইটগুলো যখন এলোমেলোভাবে জ্বলতে-নিভতে বন্ধ হয়ে স্থির আলোতে ফিরে আসে, তখন বুঝবেন কাজ সম্পন্ন।

আরও আধুনিক উপায় হলো রাউটারের সঙ্গে দেওয়া অ্যাপ ব্যবহার করা। এই অ্যাপগুলোতে সাধারণত ‘রিস্টার্ট’ নামে একটি বোতাম থাকে, যা চাপলেই রাউটার রিমোটলি রিস্টার্ট হয়।

আরও পড়ুন

আরেকটি উপায় হলো রাউটারের ওয়েব ইন্টারফেস ব্যবহার করা। প্রতিটি রাউটারের একটি আইপি অ্যাড্রেস থাকে। ব্রাউজারে ওই ঠিকানা লিখে রাউটারের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে ‘রিস্টার্ট’ বা ‘রিবুট’ অপশনটি নির্বাচন করা যায়।

ইন্টারনেটে তেমন কোনো সমস্যা না থাকলেও নিয়মিত রাউটার রিস্টার্ট করা ভালো। মাসে একবার রিস্টার্ট করাই আদর্শ। তুলনামূলক হালকা ব্যবহারকারীরা দুই মাসে একবার করলেও চলে। তবে কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে, যা বুঝিয়ে দেয় এখনই রাউটার রিস্টার্ট জরুরি—যেমন হঠাৎ নেট ধীর হয়ে যাওয়া, সংযোগ বারবার বিচ্ছিন্ন হওয়া বা ভিডিও কলে রোবটের মতো অস্বাভাবিক শব্দ শোনা।

এ ছাড়া নতুন ফার্মওয়্যার ইনস্টল করার পর বা উচ্চ ল্যাটেন্সির মতো সমস্যা ট্রাবলশুট করার সময়ও রিস্টার্ট করা উচিত।

রিস্টার্টেও কাজ না হলে কী করবেন?

যদি বারবার রিস্টার্ট করার পরও ইন্টারনেট ড্রপ, স্লো স্পিড বা অন্যান্য সমস্যা থেকে যায়, তাহলে ‘রিসেট’ করতে হতে পারে। এটি রাউটারের সব সেটিং মুছে ফেলে একেবারে ফ্যাক্টরি সেটিংসে ফিরিয়ে নিয়ে যায়। ফলে ওয়াই-ফাইয়ের নাম, পাসওয়ার্ড এবং কাস্টম কনফিগারেশন সব মুছে যায়। তাই রিসেট সবসময় ‘লাস্ট রিসোর্ট’ হিসেবে ব্যবহার করা উচিত।

রিসেট করার জন্য সাধারণত রাউটারের পেছনে একটি ছোট বোতাম থাকে। সেটি ১০–৩০ সেকেন্ড চেপে ধরে রাখুন, যতক্ষণ না লাইটগুলো ঝলক দেয়। এরপর এটি রিবুট হবে এবং আবার নতুন করে নেটওয়ার্ক সেটআপ করতে হবে। আইএসপি লগইন তথ্য ও ওয়াই-ফাই পাসওয়ার্ড পুনরায় সেট করতে হবে। অনেক অ্যাপ বা ওয়েব ড্যাশবোর্ডেও রিসেটের অপশন থাকে, তবে ফলাফল একই।

যদি নেটওয়ার্ক হ্যাকিংয়ের শিকার হন বা ম্যালওয়্যার সমস্যায় পড়েন, সেক্ষেত্রেও রিসেট করা বুদ্ধিমানের কাজ। যদিও এটি রিস্টার্টের তুলনায় বেশি সময়সাপেক্ষ, তবে নিরাপত্তা ও পারফরম্যান্সের জন্য কখনও কখনও এটাই সেরা সমাধান।

যদি রিসেটের পরও সমস্যা থেকে যায়, তাহলে সম্ভবত রাউটারটি পুরনো হয়ে গেছে এবং নতুন সেটআপ নেওয়ার সময় এসেছে। তবে পুরনো রাউটারটি সঙ্গে সঙ্গে ফেলে না দিয়ে অন্য কাজে ব্যবহার করা যায়—সে বিষয়ে অন্যদিন আলোচনা করা যেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাউটার বন্ধ করে চালু করলেই কি সত্যিই বাড়ে নেটের গতি?

রুম হিটার ছাড়াই শীতে ঘর গরম রাখার সহজ ও প্রাকৃতিক উপায়

ভয় দেখিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : প্রধান উপদেষ্টা

সারা বছর বাঁধাকপি টাটকা রাখার সহজ পদ্ধতি

সংগীতশিল্পী ও আ. লীগ নেতা প্রলয় চাকী আটক

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প