প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৬ রাত
চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেফতার ১০৪৩
চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেফতার ১০৪৩
অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। অভিযানে গত দুই দিনে ১ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দফতর জানিয়েছে, গত শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলা এই অভিযানে ১ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি করে বিদেশি পিস্তল, রামদা, তলোয়ার, চাকু ও রিচার্জেবল ‘স্টানগান’ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানায় ৯০৭ জনকে গ্রেফতার করা হয়।
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার আইনশৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় এ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই দিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযান শুরু করে।
গত শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণার সময় ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতাল এবং আজ সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765813270.jpg)


_medium_1765811610.jpg)