ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৩ রাত

ক্রিকেটারদের ব্যস্ত রাখতে নারী ক্রিকেট লিগ শুরু

ক্রিকেটারদের ব্যস্ত রাখতে নারী ক্রিকেট লিগ শুরু

ভারত সফর স্থগিত হওয়ায় নারী ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ব্যস্ততায় রাখতে বিকল্প আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সফরটি বাতিল হওয়ায় এই সময়টাতে নারী ক্রিকেটারদের নিয়ে উইমেনস ক্রিকেট লিগ (ডব্লিউসিএল) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে পর্দা উঠছে এই টুর্নামেন্টের। ডব্লিউসিএলে চারটি জোন সেন্ট্রাল, ইস্ট, সাউথ ও নর্থে ভাগ হয়ে অংশ নিচ্ছেন জাতীয় দলের অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটাররা। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি ও রাবেয়া খান।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় প্রথম ম্যাচে সেন্ট্রাল জোনের বিপক্ষে মাঠে নেমেছে নর্থ জোন। এরপর দুপুর দেড়টায় মুখোমুখি হবে ইস্ট জোন ও সাউথ জোন। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই লিগ। যেখানে শেষ দিন দুপুর দেড়টায় ফিরতি ম্যাচে আবারও লড়বে সেন্ট্রাল ও নর্থ জোন।

আরও পড়ুন

ডব্লিউসিএলের মাধ্যমে নারী ক্রিকেটারদের ম্যাচ খেলার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নতুনদের পারফরম্যান্স মূল্যায়নের সুযোগ পাচ্ছে বিসিবি। টুর্নামেন্টে অংশ নেওয়া চার দলের স্কোয়াডে জাতীয় দলের নিয়মিত মুখদের পাশাপাশি রয়েছে সম্ভাবনাময় তরুণ ক্রিকেটাররাও, যা এই লিগকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটারদের ব্যস্ত রাখতে নারী ক্রিকেট লিগ শুরু

পিএসএলের কারণে পেছাতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর

রাজশাহী সদর আসনে বিএনপি নেতা মিনুর মনোনয়নপত্র সংগ্রহ

স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এ পদে থাকতে পারেন না: নাহিদ

ওসমান হাদির বাড়িতে পুলিশ মোতায়েন

স্বাধীনতার ৫৪ বছরেও মেলেনি জহুরার বীরাঙ্গনার সরকারি স্বীকৃতি