মুস্তাফিজের দারুণ দিনেও হার দুবাই ক্যাপিটালসের
স্পোর্টস ডেস্ক : আইএল টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ১৬৬ রান সংগ্রহ করে মুস্তাফিজুরের দল দুবাই ক্যাপিটালস। বোলিং ব্যর্থতায় এই রানেও জয় নিশ্চিত করতে পারল না দলটি। ৫ উইকেটে হেরে যায় তারা। অন্য বোলারদের ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। আটের নিচে ইকোনমি রেখে এক উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পুরো ২০ ওভার খেলে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান করে দুবাই। তাদের এই রান আরও বেশি হওয়ার কথা, যদি না ওপেনার লিউস দু প্লয় মন্থর ইনিংস না খেলতেন। ৪৪ বলে মাত্র ৫৪ রান করেন তিনি। তিনে নামা গুলবাদিন নাইবও (২০ বলে ২১) ধীরগতির ইনিংস খেলেন। দুবাই লড়াকু সংগ্রহ তোলে মূলত জরদান কক্সের ব্যাটে। ৩০ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। রোভমান পাওয়েল ‘গোল্ডেন ডাক’ মারলেও ১৮ বলে ২৯ রানে অপরাজিত থেকে কক্সকে যোগ্য সাপোর্ট দিয়েছেন অধিনায়ক দাসুন শানাকা। ভাইপারসের স্যাম কারেন ৩ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।
আরও পড়ুনজবাব দিতে নেমে শুরু থেকেই ভালো খেলতে থাকে ভাইপার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও সবার সম্মিলিত অবদানে ইনিংসের দুই বল থাকতেই জয় নিশ্চিত করে দলটি। বোলিংয়ের পর ব্যাট হাতেও আলো ছড়ান কারেন। ৩৩ বলে ৫২ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। এছাড়া ওপেনার ম্যাক্স হোলডেন ২২ বলে ৩৪ ও হাসান নওয়াজ ১৭ বলে ৩১ রান করেন। ভাইপারসের প্রথম উইকেটটা সংগ্রহ করেন মুস্তাফিজ। ফিরিয়ে দেন ১২ বলে ১৪ রান করা পাকিস্তানি ব্যাটার ফখর জামানকে। সবমিলিয়ে ৪ ওভারে ৩০ রান খরচায় ১ উইকেট নেন এই বাঁহাতি পেসার।
মন্তব্য করুন






_medium_1765723665.jpg)


