ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯ রাত

ডেঙ্গুতে ছেলের মৃত্যুর এক সপ্তাহ পর মারা গেলেন মা

ডেঙ্গুতে ছেলের মৃত্যুর এক সপ্তাহ পর মারা গেলেন মা

ডেঙ্গুতে ছেলে হারানোর শোকের মধ্যেই একই রোগ কেড়ে নিল মাকেও। পাবনার ঈশ্বরদী উপজেলার মিরকামারী গ্রামে এক সপ্তাহের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে পুরো এলাকাবাসী স্তব্ধ, শোকাহত। শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান রোজি বেগম (৪৫)।

এর এক সপ্তাহ আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারান তার ছেলে নাহিদ ইসলাম (১৯)। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন, মা ও ছেলে দুজনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪০৯ জন।

নাহিদের বাবা নুরুল ইসলাম বলেন, ‘আমার ছেলে প্রথমে জ্বরে আক্রান্ত হলে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডেঙ্গু ধরা পড়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই ছেলেটা মারা যায়। ছেলেকে হারানোর শোক সামলানোর আগেই তার মাও অসুস্থ হয়ে পড়ল। ছেলের মৃত্যুর কয়েক দিন পর বৃহস্পতিবার আমার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হলে তাকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।’ 

এক সপ্তাহের ব্যবধানে মা ও ছেলের এমন করুণ মৃত্যুতে পরিবারটির পাশাপাশি গোটা গ্রামেই নেমে এসেছে শোকের ছায়া। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৭ জন। চলতি বছরে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭৭ জন। তাঁদের মধ্যে ৯৮ হাজার ৭২৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪০৯ জনের। যার মধ্যে নভেম্বর মাসেই মৃত্যু হয়েছে ৯৯ ডেঙ্গু রোগীর। যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যু। গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের।

আর সেপ্টেম্বরে ৭৬ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে। মার্চ ছিল মৃত্যুহীন। এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন মাস থেকে। জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়। জুলাইয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪১ জনে আর আগস্টে মৃত্যু ছিল ৩৯ জনের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে ছেলের মৃত্যুর এক সপ্তাহ পর মারা গেলেন মা

ওসমান হাদিকে সোমবার সিঙ্গাপুর নেওয়া হবে: প্রেস উইং

অস্ট্রেলিয়ায় হামলাকারীর অস্ত্র ছিনিয়ে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

আবারও ঝুলে গেল বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা

ফের বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন