যে অপেক্ষায় আছেন আঁচল
বিনোদন ডেস্কঃ এক সময়ের জনপ্রিয় নায়িকা আঁচল আঁখি। দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে আছেন। গায়ক সৈয়দ অমির সঙ্গে বিয়ে নিয়ে প্রকাশ্যে আসার পর থেকেই মিডিয়ার আগ্রহে আছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা না করার কারণ জানান তিনি। আঁচল বলেন, আমার কাছে এখন সিনেমা আসলে এখনই ঝাঁপিয়ে পড়বো, আবার শুটিং শুরু করবো। কিন্তু সেরকম কোনো মনের মতো সিনেমা পাচ্ছি না। অনেক প্রস্তাব আমি ফিরিয়েছি সে কারণে। এ ছাড়া এই পর্যায়ে এসে আমার মনে হয়, এমন সিনেমা করতে চাই না, যেটা করে দর্শকদের কাছে সুনাম না শুনে উল্টা গালি শুনবো। এখন অনেকেই আছেন যারা তাদের সিনেমায় নিজেরাই প্রযোজক আবার নিজেরাই হিরো হতে চায়। কিন্তু এগুলো আমি করবো না। ভালো কোনো স্ক্রিপ্ট কিংবা গল্প পেলে আমি অবশ্যই সেটা করবো। তার জন্য মনের মতো প্রস্তাবের অপেক্ষায় আছি। কথার প্রেক্ষিতে পর্দার রোমান্স প্রসঙ্গে আঁচল বলেন, এখানে সবাই কর্মচারীর মতোই কাজ করে। দর্শকরা পর্দায় যখন কোনো নায়ক- নায়িকার ক্লোজ শট দেখে বা কোনো ইন্টিমেসি দেখে তখন কতো কিছু ভেবে ফেলে! কিন্তু ভেতর থেকে অনেক দূরত্ব থাকে। আমারা স্ক্রিনে বোঝাচ্ছি যে সবকিছু সত্যি, কিন্তু বাইরে তো ততটাই মিথ্যা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1765379647.jpg)
_medium_1765377967.jpg)
_medium_1765369141.jpg)

_medium_1765293618.jpg)
_medium_1765290013.jpg)