ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০২:০৩ দুপুর

সিরাজগঞ্জ কাজিপুরে ওয়াজ মাহফিলে জামায়াত-বিএনপি’র সংঘর্ষ

সিরাজগঞ্জ কাজিপুরে ওয়াজ মাহফিলে জামায়াত-বিএনপি’র সংঘর্ষ, ছবি: দৈনিক করতোয়া ।

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের চার ইউনিয়ন) আসনে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি’র মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে সহিংসতায় রূপ নেয়। এতে জামায়াতের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে বিএনপি’র দাবি-এঘটনায় তাদের কোনো নেতাকর্মী জড়িত নয়, স্থানীয় লোকজনই মারামারিতে লিপ্ত হয়েছিল।

গতকাল সোমবার রাত ১১টার দিকে সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে একটি ইসলামি জালসায় যোগ দিতে গেলে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম হামলার শিকার হন।

স্থানীয় সূত্র জানায়, স্থলবাড়ি গ্রামের ওই ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জামায়াতের প্রার্থী শাহিনুর আলম। একই সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা। দু’জনের উপস্থিতিতে তাদের অনুসারীরা হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে। পরিস্থিতি বুঝে সেলিম রেজা লোকজনকে শান্ত করে মঞ্চ ত্যাগ করেন। পরে জামায়াতের প্রার্থী অনুষ্ঠানের স্থান ত্যাগের সময় হামলার শিকার হন বলে জানা যায়। পরে এই ঘটনার পরে সোনামুখী বাজারে  হামলার শিকার হন জামায়াতের লোকজন বলে জানা গেছে। এতে প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হন। সোনামুখী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামসহ অন্তত চার-পাঁচজন হাসপাতালে ভর্তি  আছেন।  জামায়াতে কাজিপুর উপজেলার আামর শাহিনুর আলম  বলেন, বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে বিএনপি নেতা সেলিম রেজা বলেন, জামায়াতের প্রার্থী শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে পার্শ্ববর্তী উপজেলা থেকে জামায়াতের ক্যাডার বাহিনী ও কিছু আওয়ামী কর্মী নিয়ে স্লোগানরত অবস্থায় জালসায় উপস্থিত হন। স্থানীয়রা বিষয়টি ভালোভাবে নেয়নি, পরে তা সংঘর্ষে রূপ নেয়। হামলার সঙ্গে বিএনপি’র কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ কাজিপুরে ওয়াজ মাহফিলে জামায়াত-বিএনপি’র সংঘর্ষ

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৮ পুলিশ সদস্য

বগুড়ার কাহালুতে এক ব্যক্তির আত্মহত্যা

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় সেই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা

দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

আইপিএল’র নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, বাদ সাকিব