বন্ধু শামসুরকে নিয়ে মুশফিকের আবেগঘন পোস্ট
স্পোর্টস ডেস্ক: প্রথম শ্রেণির ক্যারিয়ারের শেষ ইনিংস খেলে ফেললেন বাংলাদেশি ব্যাটার শামসুর রহমান। প্রায় দুই দশক আগে শুরু হয়েছিল যে সফর, তা শেষ হওয়ার সময় আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বিদায়বেলায় বন্ধু ও দেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহমান তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন। ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘২০০০ সালে বিকেএসপিতে আমরা একইসঙ্গে আমাদের পথচলা শুরু করেছি। তারপর অনূর্ধ্ব ২১, হাই পারফরম্যান্স, অ্যাকাডেমি ও জাতীয় দলেও আমরা মাঠে একসঙ্গে খেলেছি। আলহামদুলিল্লাহ ২৫ বছরের বেশি সময় ধরে তোর সঙ্গে খেলতে পারাটা ছিল আশীর্বাদ। শুভ, তোর অবসরের মুহূর্তে প্রথম শ্রেণির অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তুমি একজন দারুণ ক্রিকেটার, আস্থাভাজন বন্ধু এবং খুব ভালো মানুষ। তোর পরের অধ্যায়ের জন্য শুভ কামনা।’
মুশফিক সম্প্রতি শততম টেস্ট খেলেছেন।প্রায় ২১ বছরের ক্যারিয়ারে ১৬০ ম্যাচ খেলে ৩৬.২৩ গড়ে ৯৬০২ রান নিয়ে শেষ হচ্ছে শামসুরের ক্যারিয়ার। সেঞ্চুরি ২৩টি, ফিফটি ৪৬টি। তবে বিদায়ী মৌসুমে ভালো করতে পারেননি তিনি। ৫ ম্যাচে ৯ ইনিংস খেলে কোনো ফিফটি নেই। শেষ ম্যাচের দুই ইনিংসে ১১ ও ১৭ রান তার। শেষ ইনিংসে আউট হতেই শামসুর অশ্রুসিক্ত হয়ে মাঠ ছাড়েন। দুই দলের খেলোয়াড় ও স্টাফরা তাকে গার্ড অব অনার দেন।

মঙ্গলবার ম্যাচের শেষ দিন শেষবারের মতো মাঠে দেখা যাবে তাকে। ফেসবুকে শামসুর পোস্ট দিয়ে লিখেছেন, ‘আজ আমি আমার প্রথশ শ্রেণির ক্রিকেটের শেষ ইনিংস খেললাম। আমি জানি না কতটুকু অর্জন আমি করেছি, কিন্তু আমি সবসময় নিজের সঙ্গে সৎ থাকার চেষ্টা করেছি। আমি জানি খেলোয়াড় হিসেবে আর কখনো সাদা জার্সি পরব না। যে কোনো ক্রিকেটারের জন্য এটি বেদনাদায়ক। আমার জন্য দোয়া করবেন।’
মন্তব্য করুন


_medium_1765219456.jpg)





