ভিডিও সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৮ রাত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপির গণদোয়াতে মানুষের ঢল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপির গণদোয়াতে মানুষের ঢল, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার: বগুড়ায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জেলা বিএনপির দোয়ার মাহফিল দলমত নির্বিশেষে গণমানুষের দোয়ার মাহফিলে পরিণত হয়েছিলো। বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি নেতাকর্মী ছাড়াও কয়েক হাজার সাধারণ মানুষ এতে অংশ নেয়।

সোমবার (৮ ডিসেম্বর) পূর্ব নির্ধারিত এই আয়োজনে জেলা বিএনপির ২৪টি ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়াতে  একত্রিত হয়।

বিকাল  ৪ টায় দোয়ার মাহফিল হলেও নেতাকর্মীরা দুপুরের পর থেকে আলতাফুন্নেছা খেলার মাঠে আসতে থাকে। বাদ আছর নামাজ শেষে দোয়ার আগে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল কমির বাদশা। এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। শেখ হাসিনা অন্যায়ভাবে মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে নিয়েছে। নির্যাতন চালিয়ে অসুস্থ করে দিয়েছে। খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাই দায়ী। দেশ বিদেশ থেকে চিকিৎসকরা এসে খালেদা জিয়াকে সুচিকিৎসা দিচ্ছেন। বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশের সকল মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল করেছে। গরু-ছাগল সদকায়ে জারিয়া দিয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষরা মন্দিরে প্রার্থনা করেছে। ইনশাআল্লাহ খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবারও দেশের মানুষের জন্য কাজ করবেন।

আরও পড়ুন

গণ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আতাউল্লাহ নিজামী। দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, কাজী রফিকুল ইসলাম, মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, এড. পিপি আব্দুল বাছেদ, আব্দুল মুহিত তালুকদার, ডা. শাহ মো: শাজাহান আলী, সাবেক পিপি এড. সাইফুল ইসলাম, এড. মোজাম্মেল হক, এড. রফিকুল ইসলাম, জেলা বিএনরি সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, এনামুল হক শাহিন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  এড. সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা কৃষক দলের আহবায়ক  সাইফুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীল আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, শহর স্বেচ্ছাসেবকদলের সভাপতি জামিলুর রহমান শাওন, সাধারণ সম্পাদক হোসেন আলী, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন প্রমুখ। । 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপির গণদোয়াতে মানুষের ঢল

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম

লাখাইয়ে বিল দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ঢাকায় পথচারীদের সাথে সাত কলেজের শিক্ষার্থীদের হাতাহাতি

আমাদের কষ্ট দিয়ে আ/ন্দো/লন করলে দাবি পূরণ হবে না: শিক্ষার্থীদেরকে পথচারীরা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বগুড়া জেলা বিএনপির গণদোয়া