ক্ষমতায় এলে কম দামে মানুষের হাতে স্মার্টফোন তুলে দেয়া চেষ্টা করবে বিএনপি : খসরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) নীতিমালা পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘এনইআইআর বাস্তবায়ন কাঠামো, জাতীয় স্বার্থ ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সবার একটা করে স্মার্টফোন থাকা দরকার। কিন্তু সেই পণ্যটা মানুষের হাতে তুলে দিতে পারছি না। অথচ ডিজিটাল বাংলাদেশের বক্তব্য শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেলাম। ক্ষমতায় এলে বিএনপি চেষ্টা করবে কত কম দামে মানুষের হাতে স্মার্টফোন তুলে দেওয়া যায়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা অ্যাসেম্বল করে, তারা ইমপোর্ট নিয়ন্ত্রণ করে মনোপলি তৈরি করবে। এটা বিপদজনক। তাই এই নীতি পুনর্বিবেচনা করা দরকার। বিএনপি ক্ষমতায় এলে এটা রিভিউ করবে। সব স্টেক হোল্ডারদের সঙ্গে বসে প্রয়োজন মতো পরিবর্তন আনা হবে।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







