ভিডিও শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৩ বিকাল

যশোর কেন্দ্রীয় কারাগারে বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু

যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক পৌর যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান উজ্জ্বল (৩৭) যশোর কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, আটকের পর নির্যাতনের কারণে ওয়ালিউর রহমান উজ্জ্বলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে কারারক্ষীরা মৃত অবস্থায় উজ্জ্বলকে হাসপাতালে আনেন বলে জানিয়েছেন চিকিৎসক হাসিবুর রহমান।

বৃহস্পতিবার গভীর রাতে যুবদল নেতা ওয়ালিউর রহমান উজ্জ্বলসহ চারজনকে আটক করে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। পরে আটক ব্যক্তিদের অস্ত্র, মাদকসহ তিনটি মামলায় আদালতে সোপর্দ করা হয়।

নিহতের বড় ভাই কেশবপুর পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আফজাল হোসেন বাবু অভিযোগ করেন, তার ভাইকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সুস্থ অবস্থায় বাড়ি থেকে আটক করে নিয়ে যায় যৌবাহিনী। তার কাছ থেকে কোনো অস্ত্র কিংবা মাদক কিছুই পাওয়া যায়নি। কিন্তু পরে তারা জানতে পেরেছেন, তার কাছে নাকি পাওয়া গেছে ২০টি ইয়াবা।

আরও পড়ুন

তিনি বলেন, আমার ভাইকে ধরে নিয়ে যাওয়ার পর থেকেই মারধর করা হয়েছে। ফজরের আজান পর্যন্ত তার ওপর নির্মম নির্যাতন চলে। তাকে কোনো চিকিৎসাও দেওয়া হয়নি। আমি এই ঘটনার বিচার চাই।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টা-১০টার দিকে উজ্জ্বলসহ চারজনকে অস্ত্র-মাদক মামলায় কারাগারে রিসিভ করা হয়। সেখানে উজ্জ্বলের একটি মেডিকেল সার্টিফিকেট ছিল। তার নথিতে উল্লেখ ছিল, তিনি গণপিটুনির শিকার হয়েছেন। কারাগারে গ্রহণকালে যেসব প্রশ্ন করা হয়, তিনি তার উত্তর স্বাভাবিকভাবেই দিয়েছিলেন। তবে তিনি ‘ইন্টারনাল হ্যামারেজের’ শিকার ছিলেন। ফলে তাকে কারাগারের হাসপাতাল ওয়ার্ডে পাঠাই। কিন্তু আধঘণ্টার মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে রাত পৌনে ১১টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করি।

তিনি আরও বলেন, আমরা তাদের কাছ থেকে জানতে পারি, বাইরে তাকে প্রচণ্ড মারধর করা হয়েছে। তিনি ‘পাবলিক অ্যাসাল্ট’ ছিলেন।

অভিযোগের বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে অস্ত্র, গুলি ও গাঁজাসহ যৌথবাহিনীর সদস্যদের হাতে আটক হন চারজন। পরদিন সকালে ক্যাম্পে আমাদের ডেকে পাঠানো হয়। সেখানে পুলিশ গিয়ে দেখে, আটক ব্যক্তিরা কান্নাকাটি করছেন। বিষয়টি আমাকে অবহিত করা হয়। শুক্রবার সকাল ১০টার দিকে তাদের পুলিশি জিম্মায় দেওয়া হয়। পরে তাদের কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। ডাক্তাররা অবশ্য কাউকে উন্নত চিকিৎসার কথা বলেননি। আমরাও তাদের শরীরে কাটা-ছেঁড়া দেখিনি। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে অ্যাপেক্স

যশোর কেন্দ্রীয় কারাগারে বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু

চোখের সুস্থতায় ২০-২০-২০ নিয়ম

সিএমপির ১৫ থানার ওসির রদবদল

শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত : জয়শঙ্কর

বাস দুর্ঘটনার শিকার একেন বাবু খ্যাত অভিনেতা