ভিডিও মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭ দুপুর

বিএনপি দুপুরে জানাবে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা

বিএনপি দুপুরে জানাবে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা, ছবি: দৈনিক করতোয়া ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।মঙ্গলবার (২ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের পাঠানো বার্তায় জানানো হয়, দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে এ সংবাদ সম্মেলন হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় গত রাত থেকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে দেখা গেছে, মূল ফটকের দুই দিকে ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে রয়েছে পুলিশের উপস্থিতি। সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না।হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগী ও তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশপাশে ভিড় ঠেকাতে ও খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি দুপুরে জানাবে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা

আইপিএল নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ২, সাকিবের ১ কোটি

মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

বেগম খালেদা জিয়া আপোষহীন সংগ্রামী এক কিংবদন্তী

অন্তর্বর্তী সরকারের ওপর ৭০ শতাংশ মানুষের আস্থা 

নতুন যে বার্তা দিলেন তারেক রহমান