ভিডিও শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৫, ০৩:২৪ দুপুর

চোটগ্রস্ত নেইমারের গোল-অ্যাসিস্টে সান্তোসের জয়

চোটগ্রস্ত নেইমারের গোল-অ্যাসিস্টে সান্তোসের জয়, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চিকিৎসকদের বিশ্রামের পরামর্শ উপেক্ষা করেই মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে নেইমারের অনবদ্য পারফরম্যান্সে স্পোর্টকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস, যেখানে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড। অন্য গোলটি এসেছে আত্মঘাতী থেকে।

নিজের চোটের পরোয়া না করে নেইমার কেন মাঠে নামলেন, তার কারণ ছিল দলের জরুরি প্রয়োজন। বাঁচা-মরার এই ম্যাচটিতে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করা ছিল অপরিহার্য। টানা চার ম্যাচ জয়হীন থাকার পর অবনমনের প্রবল ঝুঁকিতে ছিল সান্তোস। বাঁচা-মরার এই ম্যাচে নেইমারকে তার পুরোনো রূপে দেখা যায়। ম্যাচের ২৫তম মিনিটে গোলের খাতা খোলেন তিনি। গুইলেরমে অগাস্তোর বাড়ানো বল ডি-বক্সের মুখ থেকে বাঁ-দিকে পেয়ে ডান পায়ে নিচু করে নেয়া বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এর মিনিট দশেক পর, প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুবাদে লিড দ্বিগুণ হয় সান্তোসের।

বিরতির পরও অব্যাহত থাকে আক্রমণের তীব্রতা। ৬৭ মিনিটের মাথায় জয় নিশ্চিত হয়ে যায়। এবার গোলদাতা না হয়ে নেইমার সহায়কের ভূমিকায়। তার নেয়া কর্নার কিক থেকে লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে দলের তৃতীয় গোলটি করেন জোয়াও শিমিট। ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পরও নির্ধারিত ৯০ মিনিটের একদম শেষ দিকে নেইমারকে উঠিয়ে নেন সান্তোস কোচ। অবশেষে টানা জয়হীনতা কাটিয়ে আনন্দের সুযোগ পেল সান্তোস ভক্তরা।

এই জয়ের পর ৩৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তারা আপাতত ১৫ নম্বরে উঠে এসেছে, যা কিঞ্চিৎ স্বস্তি দিয়েছে। যদিও রেলিগেশন শঙ্কা পুরোপুরি কাটেনি, বাকি দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পাওয়ার পাশাপাশি টেবিলের নিচের দলগুলোর ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে সান্তোসকে। অন্যদিকে, ১৭ পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা স্পোর্টের অবনমন ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা আইরিশদের

বগুড়ার সোনাতলায় কাঁচা মরিচের আমদানি, ভালো দাম পেয়ে কৃষক খুশি

পাবনার ভাঙ্গুড়ায় সয়াবিন-জেলিতে দুধ তৈরি ২০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবদল কর্মীর মৃত্যু

সেলিনা জেটলি জানালেন অভিযোগ

বিএনপি সব সময় চায় সাধারণ মানুষগুলো যেন ভালো থাকে : মির্জা ফখরুল | অর্থনৈতিক সম্মেলন | Daily Karatoa