ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নলঘরিয়া নওদাপাড়া গ্রামে তুচ্ছ ঘটনায় স্বামীর ওপর অভিমান করে মুর্শিদা বেগম (২২) নামে এক গৃহবধূ আজ শনিবার (২২ নভেম্বর) ভোর রাতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানা গেছে, উপজেলা তালোড়া নলঘরিয়া নওদাপাড়া গ্রামে সাগর প্রামানিকের স্ত্রী মুর্শিদা বেগমের সাথে তিনদিন আগে সাংসারিক বিষয় নিয়ে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী-স্ত্রী মধ্যে কথা বলা বন্ধ থাকে। গত শুক্রবার রাতে সাগর প্রামানিক বাড়ি এসে রাতের খাবার খেয়ে তার অটোভ্যান চার্জ দেওয়া জন্য বাড়ির বাইরে যায় এবং অটোভ্যানে চার্জ শেষ করে রাত ৩টার দিকে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে।

রাত ৪টার দিকে ঘুম ভেঙে গেলে দেখে তার পাশে স্ত্রী মুর্শিদা বেগম নেই। মুর্শিদাকে শয়ন ঘরেই বাঁশের তীরের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে ওড়না কেটে নিচে নামিয়ে দেখতে পায় সে মারা গেছে।

থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ বিষয়ে গৃহবধূর বাবা আশরাফুল ইসলাম বাদি হয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করেছেন। তার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য লাশ আজ শনিবার (২২ নভেম্বর) ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেটের হৃৎস্পন্দন যখন থমকে যায়

অনশনরত বিসিএস পরীক্ষার্থীদের কথা শুনছেন ডা. তাসনিম জারা | 47Th BCS | Dr Tasnim Jara

বগুড়ায় বাঁশের গ্যালারিতে বসে ভলিবল খেলা দেখল দর্শক | Volleyball | Daily Karatoa

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আবার ভূমিকম্প আতঙ্ক

পাবনার ফরিদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় মামলা দায়ের