স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বাধীন তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে।
তিন সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম।
বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে কমিটি ইতিমধ্যে প্রাথমিক ধাপের কাজ শুরু করে দিয়েছে। বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে বোর্ডে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে তাদের।
তদন্তের স্বার্থে এবং গোপনীয়তা রক্ষায় এখনই বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করছে না বোর্ড। বিসিবি জানিয়েছে, কমিটির মূল লক্ষ্য হলো একটি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করা।
তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই বোর্ড এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে। এ সময়ে গণমাধ্যমের ধৈর্য ও সহযোগিতার জন্য আগাম ধন্যবাদ জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।