ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৫, ১০:১৩ রাত

উত্তরা ইপিজেডে সনিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

উত্তরা ইপিজেডে সনিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ছবি : দৈনিক করতোয়া

নীলফামারী প্রতিনিধি : অকারণে শ্রমিক ছাঁটাই, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল এবং কর্মস্থলে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে ডিসি অফিস ঘেরাও করেন নীলফামারীর উত্তরা ইপিজেডের সনিক বাংলাদেশ লিমিটেড কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় কয়েকশ’ শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে পারিশ্রমিক অসন্তোষের জেরে সনিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সমাবেশে বক্তব্য দেন- শ্রমিক মোহাইমিনুল ইসলাম, রশিদুল ইসলাম, হাবিবুর রহমান, শিমু আক্তার, নাছরিন বেগম, নুর জাহান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, মালিকপক্ষ ২৬ দফা যৌক্তিক দাবি মেনে নিলেও কারখানার কয়েকজন বাঙালি ঊর্ধতন কর্মকর্তা এসব দাবি বাস্তবায়নে বাধা দিচ্ছেন। কোনো কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, অসুস্থতার জন্য ছুটি না দেওয়া এবং ওভারটাইম করেও প্রাপ্য টাকা পাচ্ছেন না এমন অভিযোগও তুলে ধরেন তারা।

আরও পড়ুন

শ্রমিকরা জানান, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পরে শ্রমিকনেতাদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেন। এদিকে শ্রমিক অসন্তোষ এবং অনির্দিষ্টকালের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরা ইপিজেডে সনিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিলো বাংলাদেশ

বগুড়ার ধুনটে প্রতারক দম্পতির খপ্পরে অটোভ্যান খোয়ালেন চালক

রংপুর বিভাগে বেড়েছে ভোটার ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর

কনা-লিজার নতুন গানে মুগ্ধ শ্রোতা