ভারত ম্যাচের আগে ফেসবুকে হামজার বিশেষ বার্তা
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর পর থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী ভক্ত-সমর্থকদের মুগ্ধ করে চলেছেন। গত বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে স্মরণীয় পারফরম্যান্সে দুর্দান্ত এক বাইসাইকেল কিকসহ জোড়া গোল উপহার দেন তিনি। যদিও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হওয়ায় হতাশ হন হামজা। তবে আরও প্রস্তুতি নিয়ে বড় ম্যাচের লড়াইয়ে ফেরার প্রতিশ্রুতি দেন এই তারকা।
হামজার সেই দুর্দান্ত পারফরম্যান্সের পর আজ (মঙ্গলবার) এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের পঞ্চম রাউন্ডে হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মাঠে নামার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হামজা চৌধুরী জানালেন, তারা প্রস্তুত।
তিনি লিখেছেন,‘বড় ম্যাচের সব প্রস্তুতি শেষ! আগামীকাল (আজ) আপনাদের সবাইকে দেখা আর আপনাদের দারুণ উচ্ছ্বাস অনুভব করার জন্য আর তর সইছে না! ইনশা আল্লাহ।’
আরও পড়ুনপ্রসঙ্গত, এই ম্যাচটি নিয়মরক্ষার হলেও বাংলাদেশ-ভারতের প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই অন্যরকম উত্তাপ ছড়ায়। ‘সি’ গ্রুপে চার ম্যাচের খেলা শেষে দুই দলের সমান চার পয়েন্ট থাকলেও, গোলপার্থক্যে এগিয়ে আছে বাংলাদেশ এবং ভারত রয়েছে তলানিতে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1763412001.jpg)


