প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৫, ০৮:০৩ রাত
রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ
প্রতীকী ছবি।
রাজধানী ঢাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিরপুর-১ নম্বর ও মৌচাক এলাকায় এ দুটি ঘটনা ঘটে। এসব ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন বলে জানিয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাগুলো ঘটে বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ।
পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে কয়েকজন দুর্বৃত্ত ককটেল ছোড়ে। বিস্ফোরণে এক রিকশাচালক আহত হন। তার পায়ে আঘাত লাগে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত সরে পড়ে।
এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রিজ থেকে অজ্ঞাত একজন ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে, আজ সকালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।
এ রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ গতকাল রোববার ও আজ সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির সময় রাজধানীসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1763384409.jpg)


